scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ

Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ
  • 1/7

এ বার Digital হচ্ছে Voter ID কার্ড! আজ থেকেই বাড়িতে বসেই শুধুমাত্র মোবাইল নম্বর দিয়েই Voter ID কার্ডের ই-সংস্করণ ডাউনলোড করা যাবে। নির্বাচন কমিশনের (Election Commission) উদ্যোগে সোমবার থেকেই চালু হচ্ছে Voter ID কার্ডের ই-সংস্করণ ডাউনলোড করার সুবিধা।

Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ
  • 2/7

Voter ID কার্ডের ই-সংস্করণ চালু হওয়ার ফলে Voter ID কার্ড হারিয়ে গেলেও কোনও রকম সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষকে। সোমবার জাতীয় ভোটার দিবসেই (National Voter Day) দেশজুড়ে চালু হল E-EPIC পরিষেবা বা Digital Voter ID কার্ড।

Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ
  • 3/7

E-EPIC বা Digital Voter ID কার্ডের ডাউনলোড করা ই-সংস্করণে ভোটারের যাবতীয় তথ্যই থাকবে যার ভিত্তিতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।

Advertisement
Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ
  • 4/7

E-EPIC বা Digital Voter ID কার্ডের ক্ষেত্রে ২টি QR কোড থাকবে যার মধ্যে একটি QR কোডে ভোটারের নাম, ঠাকানা-সহ নানা তথ্য থাকবে আর অন্যটিতে থাকবে ওই ভোটারের বুথ নম্বর, পার্ট নম্বর, ভোটার সংখ্যা।

Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ
  • 5/7

যাঁদের Voter ID কার্ডের সঙ্গে বৈধ ফোন নম্বর লিঙ্ক করা আছে, শুধু তাঁরাই E-EPIC ডাউনলোড করতে পারবেন। কিন্তু কী ভাবে নিজের স্মার্টফোনে E-EPIC ডাউনলোড করবেন? এর জন্য প্রথমে একটি স্মার্ট অ্যাপ মোবাইলে ইনস্টল করে নিতে হবে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ
  • 6/7

প্রথমে Google Play Store বা App Store থেকে Voter Helpline App ডাউনলোড করুন। সেখানে আপনার Voter ID কার্ডে থাকা এপিক নম্বর (EPIC Number) বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে।

Digital Voter ID ডাউনলোড করবেন? মোবাইলে ইনস্টল করে নিন এই স্মার্ট অ্যাপ
  • 7/7

Voter Helpline App-এ রেজিস্টার করার পর লগইন করুন। এখানে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর আর এপিক নম্বর (EPIC Number) দিয়ে রাজ্য নির্বাচন করে Fetch Details-এ ক্লিক করুন। তার পর নির্দেশ মেনে ডাউনলোড করে নিন আপনার E-EPIC বা Digital Voter ID কার্ড।

Advertisement