করোনা মহামারীর দেশে বিশ্বের প্রায় সমস্ত দেশেরই অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত! ভারতের অর্থনীতিতেও তার মারাত্মক প্রভাব প্রড়েছে।
প্রায় ৬ মাস ধরে চলা লকডাউনে কাজ হারিয়ে বেকার হয়েছেন হাজার হাজার মানুষ। সঞ্চয় ফুরিয়ে ঋণে জর্জরিত হয়েছেন অসংখ্য মানুষ। টিকে থাকতে পেশা বদলাতেও বাধ্য হয়েছেন অনেকে।
এই রকম চরম অর্থনৈতিক সঙ্কটের দিনে প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা করে আয় হয়েছে ভারত তথা এশিয়ার সবচেয়ে ব্যক্তি মুকেশ আম্বানির (Mukesh Ambani)। অবিশ্বাস্য হলেও এমনটাই বলছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট।
সম্প্রতি অক্সফামের (Oxfam) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক বছরে তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭৭ লক্ষ ৭০০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৬ কোটি ৫৮ লক্ষ ৪০০ কোটি টাকা।
অক্সফামের (Oxfam) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে লকডাউন চলাকালীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) চেয়ারম্যান মুকেশ আম্বানি-সহ দেশের সমস্ত কোটিপতিদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অক্সফামের (Oxfam) রিপোর্ট অনুযায়ী, মার্চ, ২০২০ সাল থেকে ১২ লক্ষ ৯৭ হাজার ৮২২ কোটি টাকার সম্পত্তি বেড়েছে মুকেশ আম্বানি-সহ দেশের সমস্ত কোটিপতিদের।
আমেরিকা, চিন, জার্মানি, রাশিয়া, ফ্রান্সের পরই বিশ্বের সবচেয়ে বেশি কোটিপতি থাকেন এই ভারতে। তবে মুকেশ আম্বানি বিশ্বের সেরা ৫ ধনী ব্যক্তিদের তালিকায় রয়েছেন।