Advertisement
ইউটিলিটি

NHAI Recruitment 2021: ৩৯,১০০ টাকা মাসিক বেতনে লোক নিচ্ছে National Highways Authority! আবেদন করুন আজই

  • 1/9

করোনার সংক্রমণ দেশজুড়ে যে হারে বাড়ছে, তাতে কাজের বাজার বেশ মন্দা! এই পরিস্থিতিতে সুখবর দিল National Highways Authority of India। মোটা বেতনে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)।

  • 2/9

সম্প্রতি একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। ২৮ মে, অর্থাৎ আগামী শুক্রবারই আবেদন জানানোর শেষ দিন। চলুন এই নিয়োগের খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

  • 3/9

টেকনিক্যালে ডেপুটি ম্যানেজার পদে এই নিয়োগ করা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪১টি শূন্যপদে টেকনিক্যালে ডেপুটি ম্যানেজার নেওয়া হবে। 

Advertisement
  • 4/9

শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা প্রার্থীরাই National Highways Authority of India-এর ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য আবেদন করতে পারবেন।

  • 5/9

যে কোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যাবয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকা ইচ্ছুক প্রার্থীরা NHAI-এর ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদের জন্য আবেদন করতে পারবেন।

  • 6/9

বিজ্ঞপ্তি অনুযায়ী, NHAI-এর টেকনিক্যালে ডেপুটি ম্যানেজার পদের জন্য আবেদনকারীদের বয়স ২৮ মে, ২০২১ তারিখ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে।

  • 7/9

বিজ্ঞপ্তি অনুযায়ী, National Highways Authority of India-এর ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে নিযুক্তদের ন্যূনতম মাসিক বেতন ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকার মধ্যে হবে।

Advertisement
  • 8/9

নিয়োগের পদ্ধতি: ইঞ্জিনিয়ারিংয়ের সেমেস্টারে প্রাপ্ত নম্বর বা গ্রেডের ভিত্তিতে আবেদনপত্র বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। National Highways Authority of India-এর ওয়েবসাইটেও এই সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।

  • 9/9

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা National Highways Authority of India-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://nhai.gov.in) গিয়ে আবেদন করতে পারবেন। ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) পদে আবেদন জানানোর শেষ তারিখ ২৮ মে।

Advertisement