scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 1/9

চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার নতুন স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি সক্রামক! অধিকাংশ আক্রান্তের ক্ষেত্রে কোনও উপসর্গ না থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে অনেকের মধ্যে। তাই বাড়ন্ত সংক্রমণে নিয়ন্ত্রণ পেতে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি করোনা টিকাকরণ অত্যন্ত জরুরি।

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 2/9

কিন্তু অনেক ক্ষেত্রেই করোনা টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করাতে গিয়ে ডেট মিলছে না। অনেকেই অ্যাপ বা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনে তেমন স্বচ্ছন্দ বোধ করেন না। সব মিলিয়ে খুঁটিনাটি নানা সমস্যায় অনেকেরই টিকাকরণ হচ্ছে না। 

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 3/9

এই পরিস্থিতিতে স্বস্তি মিলল কেন্দ্রের সিদ্ধান্তে। নয়া সিদ্ধান্তে করোনা টিকাকরণের জন্য আর আগে থেকে নাম নথিভুক্ত করার প্রয়োজন নেই। সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে নাম লিখিয়ে টিকা নিতে পারবেন ১৮ বছর ৪৪ বছর (অনূর্ধ্ব ৪৫) বয়সীরাও। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র সরকারি টিকাকেন্দ্রগুলিতেই।

Advertisement
COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 4/9

পশ্চিমবঙ্গে বিনামূল্যেই মিলছে করোনার টিকা। আজ দুপুর ২টো থেকে ৫টা কলকাতার পঁয়তাল্লিশোর্ধ্বদের টিকা দেওয়ার কথা। বাকিরাও নিয়ম মেনে সরকারি টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন। কিন্তু টিকার অপর্যাপ্ত জোগান আর কেন্দ্রীয় নিয়মের জটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকাকরণের কুপন না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে অনেককে। ছবি: পিটিআই।

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 5/9

কেন্দ্র বরাবরই বলেছে যে করোনা টিকার পর্যাপ্ত জোগান রয়েছে। তবুও অপর্যাপ্ত জোগান আর কেন্দ্রীয় নিয়মের জটে এ রাজ্যের মোট জনসংখ্যার মাত্র ৯.৭১ শতাংশেই করোনার টিকা নেওয়া হয়েছে। ভোর রাত থেকে টিকাকরণের কুপন সংগ্রহের লাইনে দাঁড়িয়েও কুপন পাচ্ছেন না অনেকেই।

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 6/9

এই পরিস্থিতির সুযোগে রাজ্যের বেশ কিছু জায়গায় গজিয়ে উঠছে দালাল চক্র! সাধারণ মানুষের ‘হয়রানি কমাতে’ টাকার বিনিময়ে ঘণ্টার পর ঘণ্টা টিকাকরণের কুপন সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকছে এই দালালরা। তারপর কুপন দেওয়ার ঠিক আগেই ‘মক্কেল’কে জায়গা ছেড়ে দিচ্ছে তারা। ছবি: পিটিআই।

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 7/9

সরকারি কেন্দ্র থেকে কুপন বিলি শুরু হয় দুপুর ১টায়। টিকাকরণের কুপন সংগ্রহের লাইনের প্রথম দিকে জায়গা পেতে এই সব দালালদের উপর ভরসাও করছেন অনেকে। টাকার বিনিময়ে কুপন বিলি শুরু হওয়ার ১৪-১৫ ঘণ্টা আগে থেকেই ‘মক্কেল’-এর জন্য লাইন দিচ্ছে দালালরা। ছবি: পিটিআই।

Advertisement
COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 8/9

লাইনের কত নম্বরে জায়গা হচ্ছে, কত ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে— এই রকম নানা শর্তে নির্ধারিত হচ্ছে দালালদের ‘সেলামি’। লাইনের যত সামনে জায়গা বা তার জন্য যত ঘণ্টা দালালদের লাইনে দাঁড়াতে হচ্ছে, সেই মতো বাড়ছে ‘সেলামি’র মিটার! ছবি: পিটিআই।

COVID-19 Vaccination: বিনামূল্যের টিকা, লাইন রাখতেই গুণতে হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা!
  • 9/9

কোলাঘাটে টিকাকরণের কুপনের লাইনে দালাল চক্রের দৌরাত্বে টাকা না দিয়ে টিকা পাওয়ার আশা ছেড়েছেন অনেকেই। স্থানীয়দের অভিযোগ, দুপুর ১টায় কুপন বিলি শুরু। সকাল ৭টায় কেন্দ্রে গিয়েও কুপন পাচ্ছেন না অনেকে। লাইনের একটা বড় অংশই স্থানীয় কিছু ‘দালাল’ দখল করে রাখছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে কোলাঘাট ব্লক স্বাস্থ্য আধিকারিককে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement