বিগত প্রায় দেড় বছর ধরে চলা করোনা মহামারির জেরে বদলে গিয়েছে অনেক কিছুই। দেশের অধিকাংশ সরকারি, বেসরকারি দফতরে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। সংক্রমণ এড়াতে দেশের অনেক সেক্টরের কর্মীরা এখনও বাড়ি থেকেই অফিসের কাজ করছেন।
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। বেড়েছে ডিজিটাল লেনদেন, ডিজিটাল কেনাকাটা। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের বিভিন্ন ক্ষেত্রেই একাধিক পরিবর্তন এসেছে। একই ভাবে Driving Licence পাওয়ার জন্যেও আর রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে (RTO) ড্রাইভিং পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না!
বর্তমানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের নিয়ম অনুযায়ী, Driving License পেতে হলে RTO অফিসে ড্রাইভিং পরীক্ষা দিতে হয়। এই ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হলে কোনও ভাবেই Driving License পাওয়া যায় না। উল্টে আবেদনের ফর্মও বাতিল হয়ে যায়।
Driving License পাওয়ার ক্ষেত্রে এই জটিলতা কাটাতে একটি বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের কাছে পরামর্শ চেয়েছিল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। এর জন্য মন্ত্রকের ওয়েবসাইটে জনসাধারণের মতামত নেওয়া হয়। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের (MORTH) নয়া নিয়ম অনুযায়ী, বৈধ ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে থাকলে আর রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে (RTO) গিয়ে পরীক্ষা দিতে হবে না।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দিনে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রকে স্বীকৃতি দিতে চায় কেন্দ্র। যাঁরা ওই সমস্ত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলিতে ড্রাইভিং শিখবেন, তাঁদের Driving License পেতে হলে RTO অফিসে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে না। তাঁরা Driving License পাবেন ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই।
ইতিমধ্যেই উপযুক্ত পরিকাঠামো যুক্ত রাজ্যের ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে স্বীকৃতি দেওয়ার কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক (MORTH)।
উপযুক্ত পরিকাঠামো যুক্ত রাজ্যের যে সমস্ত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলি সমস্ত সরকারি নিয়ম মেনে চলবে, শুধুমাত্র তারাই প্রশিক্ষণ প্রাপ্তদের বৈধ Driving License দিতে পারবে। বলা ভাল, কেন্দ্রীয় শর্ত মেনে চলা ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলি ভবিষ্যতে Driving License দেওয়ার ক্ষেত্রে সরকারি অনুমতি পাবে।
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের (MORTH) নয়া নিয়ম অনুযায়ী, ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে লাইট মোটর ভেহিকেলের জন্য ৪ সপ্তাহে ২৯ ঘণ্টা ড্রাইভিং করতে হবে৷ এই ২৮ দিনের মধ্যেই ড্রাইভিং শিখতে হবে৷ হেভি মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ৬ সপ্তাহে ৩৮ ঘণ্টা ড্রাইভিং করতে হবে এবং ওই ৬ সপ্তাহের মধ্যেই ড্রাইভিং শিখতে হবে৷