scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 1/9

দেশজুড়ে বাড়ন্ত করোনা সংক্রমণে Pulse Oximeter এখন সকলের নিত্য সঙ্গী হয়ে উঠেছে। এখন প্রায় প্রতিটি ঘরে ঘরেই রয়েছে এই যন্ত্রটি। কিন্তু এই যন্ত্রটি সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে শরীরে অক্সিজেনের মাত্রার সঠিক পরিমাপ করা সম্ভব হবে না।

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 2/9

Pulse Oximeter সঠিক ভাবে ব্যবহার করতে না জানলে শরীরে অক্সিজেনের মাত্রা ভুল দেখাবে যন্ত্রে। ফলে অকারণে হয় আতঙ্ক বাড়বে, নয় তো সঠিক সময়ে রোগীর চিকিৎসা শুরু করা সম্ভব হবে না।

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 3/9

ক্লিপের মতো দেখতে Pulse Oximeter-এ আঙুলে চেপে রাখলে কিছু ক্ষণের মধ্যে দু’টো সংখ্যা দেখা যাবে। এর মধ্যে একটি হল SpO2— যার অর্থ শরীরের অক্সিজেন সম্পৃক্ততা। দ্বিতীয়টি হল Pulse rate। একজন মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক অবস্থায় থাকে ৯৫ থেকে ১০০-র মধ্যে।

Advertisement
CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 4/9

বর্তমানে Pulse Oximeter যন্ত্রের চাহিদা আকাশছোঁয়া! দামও প্রায় ২,০০০ টাকা। কিন্তু অনেক জায়গায় দাম দিয়েও যথা সময় পাওয়া যাচ্ছে না এই জরুরি যন্ত্রটি। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে এগিয়ে এলো কলকাতা ভিত্তিক সংস্থা CareNow Healthcare। এই সংস্থার তৈরি ফিটনেস অ্যাপ CarePlix Vitals স্মার্টফোনে থাকলে আর প্রয়োজন পড়বে না Pulse Oximeter যন্ত্রের।

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 5/9

নির্মাতা সংস্থার দাবি, CarePlix Vitals স্মার্টফোনে থাকলে অনায়াসেই জেনে নেওয়া যাবে শরীরের অক্সিজেন সম্পৃক্ততা (SpO2) আর Pulse rate সম্পর্কে।

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 6/9

সংস্থার দাবি, CarePlix Vitals অ্যাপের সাহায্যে এক মিনিটেরও কম সময়ে (মোটামুটি ৪০ সেকেন্ডের মধ্যে) শরীরের অক্সিজেন সম্পৃক্ততা (SpO2) আর Pulse rate সম্পর্কে বিস্তারিত তথ্য ফুটে উঠবে স্মার্টফোনের স্ক্রিনে।

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 7/9

কী ভাবে কাজ করে এই CarePlix Vitals অ্যাপ? কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial intelligence) নির্ভর CarePlix Vitals অ্যাপ ফটোপ্লেথিজমোগ্রাফি বা PPG graph প্রযুক্তির সাহায্যে এক মিনিটেরও কম সময়ে জানিয়ে দেবে আপনার শরীরের অক্সিজেন সম্পৃক্ততা (SpO2) আর Pulse rate সম্পর্কে বিস্তারিত তথ্য।

Advertisement
CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 8/9

CarePlix Vitals-এ রেজিস্ট্রেশনের পর অ্যাপের নির্দেশ মেনে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, রিয়ার ক্যামেরার সামনে তর্জনী সোজা করে ধরতে হবে। তারপর তর্জনী দিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট আর রিয়ার ক্যামেরা ঢেকে ফেলুন (ঠিক যেন সম্পূর্ণ তর্জনী স্ক্যান করতে চান)।

CarePlix Vitals: এই App ফোনে থাকলে দাম দিয়ে কিনতে হবে না Pulse Oximeter!
  • 9/9

এই ভাবে ফোনের জ্বলতে থাকা ফ্ল্যাশ লাইট আর রিয়ার ক্যামেরার উপর আঙুল চেপে রাখতে হবে অন্তত ৪০ সেকেন্ড। এর কিছু ক্ষণের মধ্যেই স্মার্টফোনের স্ক্রিনে CarePlix Vitals অ্যাপের নির্দিষ্ট অংশে দেখা যাবে শরীরের অক্সিজেন সম্পৃক্ততা (SpO2) আর Pulse rate সম্পর্কে বিস্তারিত তথ্য।

Advertisement