সম্প্রতি দেশজুড়ে ‘এক দেশ, এক রেশন কার্ড’ নিয়ম জারি হওয়ার পর Ration Card-এর গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। তবে এ বার রেশন নেওয়ার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷ রেশনের চাল, ডাল এ বার পৌঁছে যাবে বাড়িতেই!
বর্তমান করোনা (Covid-19) পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী দু'মাস বিনামূল্যে রেশনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আপাতত মে আর জুনে মিলবে এই সুবিধা। এই দু'মাস ৫ কেজি করে রেশন সংগ্রহ করা যাবে। তবে বৈধ Ration Card আর ফোনে একটি অ্যাপ থাকলে বাড়িতে বসেই প্রাপ্য রেশন পাওয়া যাবে।
স্মার্টফোনে একটি নির্দিষ্ট App থাকলেই বৈধ Ration Card-এর অধিকারীরা বাড়িতে বসেই পেয়ে যাবেন রেশনের চাল, ডাল বা অন্যান্য সামগ্রি। রেশন দোকানের সামনে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না৷
সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে বৈধ Ration Card-এর অধিকারীদের জন্য Mera Ration App লঞ্চ করেছে৷ এই অ্যাপের মাধ্যমে রেশন বুকিং করে বাড়িতে বসেই পেয়ে যাবেন রেশনের চাল, ডাল বা অন্যান্য সামগ্রি।
‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পের অধীনে কেন্দ্র এই Mera Ration App লঞ্চ করেছে৷ এবার দেখে নিন কী ভাবে বাড়িতে বসেই আপনার প্রাপ্য রেশন বুকিং করতে পারবেন...
প্রথমে Google Play Store থেকে Mera Ration App সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপর Mera Ration App ওপেন করে নিজের Ration Card সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
Mera Ration App-এ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এই অ্যাপ থেকেই জানা যাবে আপনার নিকটবর্তী রেশন দোকানের সম্পর্কে। কখন, কোন কোন দোকান থেকে রেশন নিয়েছেন, তা-ও জানা যাবে এই অ্যাপ থেকে৷
আপাতত Mera Ration App-এ হিন্দি ও ইংরেজি ভাষায় সহায়তা মিলছে। ভবিষ্যতে মোট ১৪টি আঞ্চলিক ভাষায় সহায়তা মিলবে এই অ্যাপ থেকে৷