scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 1/11

প্রচুর শূন্যপদে মোটা বেতনে কর্মী নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। এই নিয়োগ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। আজই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানোর শেষ দিন! 

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 2/11

কার্যনির্বাহী শিক্ষানবিস (এক্সিকিউটিভ ট্রেইনি) নিয়োগ গেট ২০২১ স্কোরের মাধ্যমে করা হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 3/11

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে (NTPC) মোট ৫০টি শূন্যপদে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে কার্যনির্বাহী শিক্ষানবিস (এক্সিকিউটিভ ট্রেইনি) নিয়োগ করা হবে।

Advertisement
NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 4/11

ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে মোট শূন্যপদের সংখ্যা ২২টি, মেকানিক্যাল ডিসিপ্লিনে মোট শূন্যপদের সংখ্যা ১৪টি এবং ইলেক্ট্রনিক্স/ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে কার্যনির্বাহী শিক্ষানবিস (এক্সিকিউটিভ ট্রেইনি) পদে মোট আসন সংখ্যা ১৪টি।

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 5/11

উল্লেখিত শূন্যপদে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কেএম বা প্রযুক্তি অথবা এএমআইইতে স্নাতক ডিগ্রি থাকা জরুরি। আবেদনকারীকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনও প্রতাষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় অন্তত ৬৫ শতাংশ নম্বর বা সমতুল্য গ্রেড পেয়ে পাশ করতে হবে।

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 6/11

সংশ্লিষ্ট শাখায় ফাইনাল ইয়ার অথবা সেমিস্টারে এসজি ডিগ্রিতে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকলে ইচ্ছুক প্রার্থীরা উল্লেখিত শূন্যপদে আবেদন করতে পারেন।

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 7/11

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে কার্যনির্বাহী শিক্ষানবিস (এক্সিকিউটিভ ট্রেইনি) পদের জন্য প্রার্থীর বয়সসীমা ২৭ বছরের মধ্যে হওয়া চাই। তফশিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা উল্লেখিত শূন্যপদে বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়মে ছাড় পাবেন।

Advertisement
NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 8/11

GET 2021 পরীক্ষায় প্রাপ্ত নম্বর নির্বাচন প্রক্রিয়া অন্যতম বিবেচ্য শর্ত। GET 2021-এর প্রাপ্ত নম্বর বা ফলাফলের ভিত্তিতে, আবেদনকারীদের যাবতীয় নথিপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হবে।

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 9/11

চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (NTPC) বিভিন্ন প্লান্টে এক বছরের প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা ন্যূনতম মাসিক বেতন-সহ অন্যান্য সুবিধা পাবেন।

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 10/11

মূল মাসিক বেতন ৪০,০০০ টাকা, সঙ্গে অন্যান্য সরকারি ভাতাও মিলবে। কার্যনির্বাহী শিক্ষানবিস (এক্সিকিউটিভ ট্রেইনি) পদের মাসিক বেতন ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা।

NTPC Recruitment 2021: ন্যূনতম ৪০,০০০ টাকা বেতন প্রচুর শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করছে NTPC!
  • 11/11

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (NTPC) অফিসিয়াল সাইট ntpccareers.net-এর মাধ্যমে ৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য পেতে ntpccareers.net-এ ক্লিক করুন।

Advertisement