scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এই বয়সের মহিলাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি!

Older women may be at greater risk of Covid-19
  • 1/5

বিগত এক বছর ধরে করোনার সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। রাশিয়া আর চিনের হাত ধরে এখনও পর্যন্ত করোনার দুটি প্রতিষেধক তৈরি হয়ে গেলেও, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে এই ভাইরাস নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

Older women may be at greater risk of Covid-19
  • 2/5

সম্প্রতি একদল ব্রিটিশ বিজ্ঞানী দাবি করেছেন যে, মাঝ বয়সী মহিলাদের মধ্যেই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যান্যদের তুলনায় বেশি! বিশেষ করে যাঁদের মাসিক বা ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে, তাঁরা অন্যান্যদের তুলনায় বেশি আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে।

Older women may be at greater risk of Covid-19
  • 3/5

লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা মে-জুন মাসে ইংল্যান্ডের প্রায় ৫ লক্ষ মহিলাকে পর্যবেক্ষণের পর নিজেদের গবেষণাপত্রে জানান, যে সমস্ত মহিলাদের মাসিক বা ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে, যাঁদের বয়স ৪৫ থেকে ৫০ বছর পেরিয়েছে, তাঁরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বেশি।

Advertisement
Older women may be at greater risk of Covid-19
  • 4/5

বিজ্ঞানীদের মতে, মহিলাদের যৌন হরমোন বা ইস্ট্রোজেন তাঁদের যে কোনও রকম সংক্রমণের হাত থেকে রক্ষা করে। মেনোপজের সময়ে বা ঋতুস্রাব বন্ধ হওয়ার বয়সে এই ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের পরিমাণ কমে আসে। ফলে এই বয়সে মহিলাদের নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

Older women may be at greater risk of Covid-19
  • 5/5

লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীদের এই গবেষণায় দেখা গিয়েছে যে, শুধুমাত্র ইস্ট্রোজেন হরমোনই নয়, ১৮ থেকে ৪৫ বছর বয়সী মহিলারা যাঁরা গর্ভনিরোধক বড়ি খেয়ে থাকেন, তাঁদের মধ্যেও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কম।

Advertisement