আজ সাবস্ক্রিপশনের জন্য খুলেছে দেশের বৃহত্তম IPO। আপনিও যদি এই সময়ে অর্থ বিনিয়োগ করে আয় করতে চান, তাহলে এখনই জেনে নিন কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কত তারিখ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
দেশের অগ্রগন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা PayTM আজ বাজারে তাদের IPO আনতে চলেছে। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৮,৩০০ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে সংস্থার।
৮ নভেম্বর, সোমবার সাবস্ক্রিপশনের জন্য খুলতে চলেছে PayTM IPO। ১০ নভেম্বর পর্যন্ত এই আইপিওতে সাবস্ক্রিপশনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।
PayTM IPO-র প্রাইজ ব্যান্ড, অর্থাৎ প্রতিটি শেয়ারের দর ২,০৮০ টাকা থেকে ২,১৫০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল যে, কোম্পানির মূলধন মূল্যায়ন ১৯.৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৯.৩ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হবে।
PayTM তার IPO-এর অধীনে ৮,৩০০ কোটি টাকার নতুন ইক্যুইটি শেয়ার ইস্যু করছে৷ পাশাপাশি, বাকি ৮,৩০০ টাকার শেয়ার অফার-ফর-সেল (OFS)-এর জন্য বরাদ্দ করা হয়েছে।
PayTM IPO-এর লট সাইজ ৬টি শেয়ারের। অর্থাৎ, কোনও বিনিয়োগকারীকে PayTM IPO-এ বিনিয়োগের জন্য ন্যূনতম ১২,৪৮০ টাকা বিনিয়োগ কত করতে হবে।
PayTM-এর IPOতে ৭৫% শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক ক্রেতাদের (কিউআইবি) জন্য সংরক্ষিত হতে পারে। এতে, অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে।