scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Airtel এর এই প্ল্যানগুলির সঙ্গে বিনা লিমিট-এ ব্য়বহার করুন ইন্টারনেট

এয়ারটেলের আনলিমিটেড ডাটা
  • 1/6

বিভিন্ন টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের নানা সুবিধা দিচ্ছে বাজার ধরার জন্য। বহু প্ল্যান রয়েছে যাতে প্রতিদিন কোনও লিমিট ছাড়াই ডাটা ব্যবহার করতে পারবেন। এয়ারটেলও তাদের গ্রাহকদের জন্য় আনলিমিটেড ডাটা অফার করছে।

এয়ারটেলের আনলিমিটেড ডাটা
  • 2/6

এয়ারটেলের ৪৫৬ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ডাটার সঙ্গে ৫০ জিবি পাবেন। প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। সেই সঙ্গে ৫০ জিবি শেষ হয়ে গেলে ৫০ পয়সা প্রতি জিবি হিসেবে চার্জ করা হবে। এটি ৬০ দিনের ভ্য়ালিডিটি যুক্ত প্ল্যান।

এয়ারটেলের আনলিমিটেড ডাটা
  • 3/6

সেই সঙ্গে এই প্ল্যানে প্রাইম ভিডিও প্ল্যানের এক মাসের ফ্রি ট্রায়াল, এয়ারটেল এক্সট্রিমের অ্যাক্সেস, ফ্রি হ্যালোটিউন পাওয়া যাবে। ৩ মাসের জন্য appolo 24/7 অ্যাক্সেস, অনলাইন পড়াশোনার ট্রেনিং, ফাশট্যাগে ১০০ টাকার ক্যাশব্যাক সহ বিভিন্ন সুবিধা।

Advertisement
এয়ারটেলের আনলিমিটেড ডাটা
  • 4/6

এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ডাটার সঙ্গে ৩০ জিবি পাবেন। প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যাবে। সেই সঙ্গে ৩০ জিবি শেষ হয়ে গেলে ৫০ পয়সা প্রতি জিবি হিসেবে চার্জ করা হবে।

এয়ারটেলের আনলিমিটেড ডাটা
  • 5/6

এই প্ল্যানেও প্রাইম ভিডিও প্ল্যানের এক মাসের ফ্রি ট্রায়াল, এয়ারটেল এক্সট্রিমের অ্যাক্সেস, ফ্রি হ্যালোটিউন সহ নানা সুবিধা পাওয়া যাবে বলে এয়ারটেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে।

এয়ারটেলের আনলিমিটেড ডাটা
  • 6/6

এয়ারটেলের ১৪৫৬ টাকার প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি ১ বছর। যা ২৪ জিবি ডেটা দেয় কোম্পানি। এতে ৩৬০০ এসএমএস দেওয়া হয় আনলিমিটেড কলের সঙ্গে। এতেও প্রাইম ভিডিওর ১ মাসের ফ্রি ট্রায়াল দেওয়া হয়।

Advertisement