scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ফ্রি-তে পাবেন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার! জানুন বুকিং পদ্ধতি

বিনামূল্যে সিলিন্ডার
  • 1/6

পেটিএম থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করলে পাবেন দুর্দান্ত অফার। এই অফারের সুবিধা পাবেন নতুন ও পুরনো গ্রাহকরা। যাঁরা পেটিএমের মাধ্যমে সিলিন্ডার বুক করেন, তাঁদের ফায়দা হবে এই অফারে। 

বিনামূল্যে সিলিন্ডার
  • 2/6

নতুন অফারে ব্যবহারকারীরা পাচ্ছেন ৩০ টাকার ক্যাশব্যাক। এজন্য পেটিএম অ্যাপে পেমেন্ট করার আগে FIRSTCYLINDER প্রোমো কোড ব্যবহার করুন। 

বিনামূল্যে সিলিন্ডার
  • 3/6

ইন্ডেন, এইচপি আর ভারত গ্যাসের সিলিন্ডার বুক করলে পাবেন ক্যাশব্যাক অফার। এমনকি পরের মাসে টাকা চুকিয়ে দেওয়ার বিকল্পও রয়েছে। এজন্য  Paytm Now Pay Later (Paytm Postpaid)-এ নথিভুক্ত করতে হবে ব্যবহারকারীদের। 

Advertisement
বিনামূল্যে সিলিন্ডার
  • 4/6

তাছাড়া পুরনো পেটিএম ব্যবহারকারীদের বিনামূল্যে সিলিন্ডার পাওয়ার সুযোগও রয়েছে। এজন্য কুপন কোড FREEGAS ব্যবহার করতে হবে। পেমেন্ট করার সময় এই কোড ব্যবহার করলে কোনও টাকা দিতে হবে না। যদিও এই অফারে শর্ত রয়েছে। সমস্ত পুরনো ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে না। 
 

বিনামূল্যে সিলিন্ডার
  • 5/6

গ্যাস সিলিন্ডার ডেলিভারি ট্র্যাক করতে পারেন পেটিএম ব্যবহারকারী। পেটিএমের মাধ্যমে সহজে সিলিন্ডারও বুক করা যায়। 
 

বিনামূল্যে সিলিন্ডার
  • 6/6

পেটিএম অ্যাপে  Book Gas Cylinder বিকল্পে যেতে হবে প্রথমে। সেখানে গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থার নাম ঠিক করুন। মোবাইল নম্বর অথবা কনজিউমার নম্বর দিন। তার পর প্রোমো কোড ব্যবহার করে গ্যাস বুকিংয়ে সাশ্রয় করে ফেলুন। 

Advertisement