scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: উত্তরে তুষারপাত, বৃষ্টি, দক্ষিণবঙ্গ ঝকঝকে, তাপমাত্রা কমবে

তুষারে ঢাকা পাহাড়
  • 1/11

সরস্বতীপুজোতেও রেহাই নেই পাহাড় ও লাগোয়া সমতল সহ উত্তরবঙ্গের। আজও দফায় দফায়  টানা বৃষ্টি চলবে। তাতে তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে।

তুষারে ঢাকা পাহাড়
  • 2/11

দক্ষিণবঙ্গে অবশ্য আকাশ পরিষ্কার থাকবে। সরস্বতী পুজোর দিনে দক্ষিণবঙ্গে মনোরম পরিবেশ স্বস্তি দিচ্ছে বাসিন্দাদের। বাগদেবীর আরাধনা ভালোয় ভালোয় মিটিয়ে ফেলতে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়েছে।

তুষারে ঢাকা পাহাড়
  • 3/11

রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টিপাত কমবে উত্তরবঙ্গে তবে গোটা রাজ্যেই ফের তাপমাত্রা কমার ইঙ্গিত। ফলে দক্ষিণেও  ফিরবে শীতের আমেজ!

Advertisement
তুষারে ঢাকা পাহাড়
  • 4/11

কলকাতা

সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। ফিরল হালকা শীতের আমেজ। এক রাতেই তাপমাত্রা নামল প্রায় তিন ডিগ্রির বেশি।

তুষারে ঢাকা পাহাড়
  • 5/11

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ।

তুষারে ঢাকা পাহাড়
  • 6/11

দক্ষিণবঙ্গ
কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস মিলেছে। রাতের তাপমাত্রা নেমেছে অনেকটাই। ফিরেছে শীতের আমেজও।

তুষারে ঢাকা পাহাড়
  • 7/11

নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ লাগোয়া অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে শিলিগুড়ি ও পাহাড় লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
তুষারে ঢাকা পাহাড়
  • 8/11

আগামী দু-তিন দিনে আরও কিছুটা তাপমাত্রা কমবে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন। জমিয়ে শীতের আমেজ থাকবে আরও কিছুদিন।

 

তুষারে ঢাকা পাহাড়
  • 9/11

উত্তরবঙ্গ

শনিবারও  উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। এলাকাভেদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

 

 

সমতলে বৃষ্টি
  • 10/11

হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আগামীকাল রবিবার থেকে পরিষ্কার আকাশ রাতের তাপমাত্রা আরও নামবে ফিরবে শীতের আমেজ।

সমতলে বৃষ্টি
  • 11/11

এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টি কমেনি শনিবারও। শিলিগুড়ি সহ লাগোয়া এলাকায় বৃষ্টির জলে শীতলতা বাড়িয়েছে কয়েকগুণ। জোলো আবহাওয়া এদিনও থাকবে। তবে রবিবার রোদ উঠতে পারে বলে জানানো হয়েছে।

Advertisement