
পার্সোনাল লোন নিয়ে অনেকেই এমার্জেন্সি সামাল দেন। আবার কেউ কেউ নিজের স্বপ্নপূরণ করতেও এই লোন নেন।

তবে মাথায় রাখতে হবে, পার্সোনাল লোন নেওয়ার সময় অনেকেই কিছু কিছু ভুল করে ফেলেন। আর তাতেই বেড়ে যায় বিপদ। প্রতিমাসে বেশি টাকা বেরয় পকেট থেকে।

তাই আর সময় নষ্ট না করে সেই সব ভুল সম্পর্কে সজাগ হতে হবে। জেনে নিতে হবে যে ঠিক কোন কোন ভুল এক্ষেত্রে করা চলবে না।

সবার প্রথমে নিজের ক্রেডিট স্কোর চেক করতে হবে। সেই দেখেই বুঝতে পারবেন যে কেমন ইন্টারেস্ট হতে পারে আপনার।

মনে রাখবেন, ক্রেডিট স্কোর ৭৫০-এর উপরে থাকলে ইন্টারেস্ট থাকবে কম। আর যদি এর থেকে কম থাকে স্কোর, তাহলে ইন্টারেস্ট রেট বাড়বে।

অনেকেই লোন মিলছে দেখে লোভ সামলাতে পারেন না। যার ফলে বেশি টাকা ঋণ নিয়ে নেন। পরে কিন্তু এর জন্য সমস্যা হয়। তাই এই ভুল নয়।

কোনও একটি ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার আগে একটু সবুর করুন। চেষ্টা করুন একাধিক ব্যাঙ্কে যাওয়ার। তারা কত টাকা সুদে লোন দিচ্ছে, সেটা দেখতে হবে। সেই মতো নিজের সুবিধা অনুযায়ী লোন নিন।

লোন পাশ করার সময় সার্ভিস চার্জ, প্রসেসিং ফি সহ একাধিক চার্জ নেয় ব্যাঙ্ক। আর সেগুলি সম্পর্কে অনেকেই কোনও খোঁজ নেন না। যার ফলে বিপদ বাড়ে।

এই সব ভুল করবেন না। বরং সবদিক হিসেব করে পার্সোনাল লোন নিন। তাতেই বেশি টাকা খসার আশঙ্কা কমবে।