scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 1/9

রবিবার থেকে অপরিবর্তিত Petrol, Diesel-এর দাম। শনিবার তেলের বাম বৃদ্ধির পরবর্তী ৬ দিন অপরিবর্তিত রইল Petrol, Diesel-এর দাম।

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 2/9

এ কথা আমরা প্রায় সকলেই জানি যে, অজানা নেই যে, Petrol, Diesel-এর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণ হল সরকারের চাপানো কর ও শুল্ক। সাধারণ মানুষকে পেট্রোল পাম্প থেকে যে দামে Petrol, Diesel কিনতে হয় তার মধ্যে প্রায় ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশই হল কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি শুল্ক-কর!

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 3/9

বর্তমানের পেট্রোপণ্যের মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলে ৩২.৯০ টাকা ও ডিজেলে ৩১.৮০ টাকা কর এবং সেস নিচ্ছে কেন্দ্র সরকার। এর মধ্যে রাজ্য সরকারেও ভাগ রয়েছে।

Advertisement
এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 4/9

মোদী সরকার ২০১৪ সালে যখন প্রথম ক্ষমতায় আসে, তখন পেট্রোলে উৎপাদন শুল্ক ছিল প্রতি লিটারে ৯.৪৮ টাকা আর ডিজেলের ক্ষেত্রে উৎপাদন শুল্ক ছিল ৩.৫৬ টাকা। এখন ওই শুল্ক বেড়ে হয়েছে পেট্রলে ৩২.৯০ টাকা এবং ডিজেলে ৩১.৮০ টাকা।

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 5/9

তবে অর্থনীতির বিশ্লেষকদের মতে, রাজস্বের ক্ষতি না করেই প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে শুল্ক ৮.৫ টাকা থেকে ১৬ টাকা পর্যন্ত কমাতে পারে কেন্দ্রীয় সরকার! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক...

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 6/9

সম্প্রতি প্রকাশিত PTI প্রতিবেদন অনুযায়ী, আইসিআইসিআই সিকিউরিটিজ-এর অনুমান পেট্রোলিয়াম থেকে সরকারের আনুমানিক আয় ৩.২ লক্ষ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরের বাজেট অনুযায়ী, সরকার যদি জ্বালানির উপর কর না কমায়, তা হলে ৪.৩৫ লক্ষ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে।

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 7/9

এই পরিস্থিতিতে, ১ এপ্রিল বা তার আগেই যদি প্রতি লিটার তেলে আবগারি শুল্ক ৮.৫ টাকা কমিয়ে দেওয়া হয়, তাহলেও কেন্দ্রের বাজেটের আনুমানিক আয়ের লক্ষ্য পূরণ করা যেতে পারে। অর্থাৎ, ১ এপ্রিল বা তার আগেই আবগারি শুল্ক ৮.৫ টাকা কমিয়ে দিলেও সরকারের রাজস্ব ক্ষতি হবে না।

Advertisement
এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 8/9

বিশ্লেষকদের মতে, আরও একটি উপায়ে রাজস্বের ক্ষতি না করেই Petrol, Diesel-এর দাম প্রায় ১৬ টাকা পর্যন্ত কমিয়ে দিতে পারে কেন্দ্র। সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র সরকার যদি পেট্রোল আর ডিজেল GST-র আওতায় নিয়ে আসে, তাহলে তেলের দাম অনেকটাই কমে যাবে৷

এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত কমতে পারে Petrol, Diesel-এর দাম!
  • 9/9

বিশ্লেষকরা জানাচ্ছেন, পেট্রোলের উপর GST-র আওতায় এলে এর দাম প্রতি লিটারে ৭৫ টাকায় নেমে আসবে। পাশাপাশি GST-র আওতায় এলে ডিজেলের দামও কমে ৬৮ টাকা প্রতি লিটার হয়ে যাবে৷ অর্থাৎ, এই উপায়ে এক ধাক্কায় ১৬ টাকা পর্যন্ত সস্তা হতে পারে তেলের দাম।

Advertisement