রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে অপরিশোধিত তেলের দর এখন আকাশছোঁয়া! মাত্র দুই সপ্তাহেই ব্রেন্ট ক্রুডের (Brent crude) দর প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে।
এদিকে দেশে আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পর্ব গতকালই মিটেছে। বিধানসভা ভোটের পরই দেশে চার মাস ধরে থমকে থাকা পেট্রোল, ডিজেলের দাম ধাপে ধাপে ১২-১৫ টাকা পর্যন্ত বাড়াতে বলে মনে করা হচ্ছে।
তবে আজ নিয়ে টানা ১২৭তম দিনেও পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। ডিজেল-পেট্রোলের দাম বেড়ে কত হবে, এই নিয়ে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…
এই চার মহানগর ছাড়াও ধানবাদে আজ পেট্রোল প্রতি লিটার ৯৮ টাকা ৪৪ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯১ টাকা ৪৭ পয়সা।
নয়ডায় শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ৭৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ২১ পয়সা।