scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Post Office FD: পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখলে ব্যাঙ্কের চেয়ে বেশি সুদ, আয়করে ছাড়

পোস্ট অফিসে সঞ্চয়
  • 1/10

Post office FD: ব্যাঙ্কের চেয়ে অনেকে পোস্ট অফিসে অর্থসঞ্চয় করতে বেশি পছন্দ করেন। পোস্ট অফিসে সঞ্চয় প্রকল্পে কী কী সুবিধা মেলে? 

পোস্ট অফিসে সঞ্চয়
  • 2/10

বিনিয়োগ 

পোস্ট অফিসে National Savings Time Deposit Account খুলতে পারেন। রাখতে পারেন ন্যূনতম ১০০০ টাকা। আর ১০০ টাকার গুণিকতে টাকার অঙ্ক বাড়াতে পারেন। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। 
 

পোস্ট অফিসে সঞ্চয়
  • 3/10

সুদ

- বার্ষিক সুদ পান বিনিয়োগকারীরা। তবে ত্রৈমাসিক সুদের হিসাব করা হয়।    

Advertisement
পোস্ট অফিসে সঞ্চয়
  • 4/10

সুদ

- একবছরের জন্য সুদ ৫.৫ শতাংশ। 

 

পোস্ট অফিসে সঞ্চয়
  • 5/10

সুদ

- ২ বছরের সঞ্চয়েও পান ৫.৫ শতাংশ সুদ। 

পোস্ট অফিসে সঞ্চয়
  • 6/10

সুদ

- ৩ বছরেও সুদের হার একই। ৫.৫ শতাংশ মেলে। 

পোস্ট অফিসে সঞ্চয়
  • 7/10

সুদ

- ৫ বছরের জন্য সুদের হার ৬.৭ শতাংশ। 
 

Advertisement
পোস্ট অফিসে সঞ্চয়
  • 8/10

মেয়াদ

সঞ্চয়ী আমানত খোলার পর মেয়াদ শেষ হবে ১, ২, ৩ এবং ৫ বছর পরে। 

পোস্ট অফিসে সঞ্চয়
  • 9/10

টাকা তোলা

আমানত করার ৬ মাসের মধ্যে টাকা তোলা যাবে না। ৬ থেকে ১ বছরের মধ্যে টাকা তুললে সুদ পাবেন ৪ শতাংশ। 

পোস্ট অফিসে সঞ্চয়
  • 10/10

কর ছাড়

৫ বছরের আমানতের উপর বিনিয়োগকারীরা পান কর ছাড়ের সুবিধা। আয়কর আইন ১৯৬১-র ৮০সি ধারায় এই ছাড় মেলে।   
 

Advertisement