scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Petrol Diesel Price Today : পরপর দু'দিন থিতু পেট্রোল-ডিজেলের দাম, কত চলছে?

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk জ্বালানি
  • 1/12

Petrol Diesel Price Today: আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়া-কমার আপাতত কোনও প্রভাব পড়ল না দেশে। মঙ্গলবার জ্বালানির দাম একই রইল।

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk one
  • 2/12

এটুকুই যা স্বস্তি। টানা দু'দিন এই দাম একই থাক।

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk two
  • 3/12

তবে এর আগে লাগাতার ৪ দিন দাম বেড়েছিল জ্বালানির। পেট্রোল এবং ডিজেলের ৩৫ পয়সা বেড়েছিল।

Advertisement
Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk two
  • 4/12

কোন শহরে তেলের দাম কত, তা জানিয়ে দিয়েছে তেল সংস্থাগুলি। সেই তালিকা দেখে জানা যাচ্ছে, দামের কোনও বদল হয়নি।
 

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk three
  • 5/12

দাম পৌঁছেছে রেকর্ডে
এদিন পেট্রোল-ডিজেলের দামে কোনও বদল না এলেও তা ইতিমধ্যে রেকর্ড ছুঁয়েছে। পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার কথা বলা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা করা হয়নি।

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk four
  • 6/12

আর তাই আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে ভারতেও। দেশেও জ্বালানির দাম বেড়ে যেতে পারে।

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk five
  • 7/12

কোথায় কত দাম
দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল জানাচ্ছে, রাজধানী দিল্লিতে এদিন পেট্রোল এবং ডিজেলের দাম ১০৫.৮৪ টাকা এবং ৯৪.৫৭ টাকা প্রতি লিটার রয়েছে।

Advertisement
Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk six
  • 8/12

চার মেট্রো শহরের মধ্যে দাম সবথেকে বেশি মুম্বইয়ে। সেখানে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম হল ১১১.৭৭ এবং ১০২.৫২ টাকা। ঘটনা হল, ভ্যাটের কারণে দেশের বিভিন্ন জায়গায় জ্বালানির দামে তারতম্য আসে।

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk seven
  • 9/12

কলকাতায় এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬.৪৩ পয়সা এবং ডিজেলের দাম ৯৭ টাকা ৬৮ পয়সা। চেন্নাইয়ে সেই দাম ১০৩.০১ এবং ৯৮.৯২ টাকা প্রতি লিটার।

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk eight
  • 10/12

দেখা যাচ্ছে, সেপ্টেম্বর মাসে দু'বার দাম সামান্য কমেছিল পেট্রোল এবং ডিজেলের। মাসে প্রথম দিনে মানে ১ সেপ্টেম্বর দাম কমানো হয়েছিল। তখন পেট্রোল আর ডিজেলের দাম ১৫ পয়সা করে কমেছিল। আর তার দিন চারেক পর ফের দাম কমেছিল। তখনও একই হারে দাম কমেছিল। মানে পেট্রোল এবং ডিজেলের দাম ১৫ পয়সা করে কমেছিল।

Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk ten
  • 11/12

এসএমএসে জানুন দাম
পেট্রোল এবং ডিজেলের দাম কত, তা জেনে নিন এসএমএসের সাহায্যে। তা আপনি যে শহরেরই বাসিন্দা হোন না কেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে।

Advertisement
Petrol Diesel Price Today 19 October in Delhi Mumbai Kolkata Chennai abk nine
  • 12/12

মোদী সরকারকে আক্রমণ কংগ্রেসের
জ্বালানির দাম বেড়েই চলায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় কংগ্রেস। দলের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সোমবার কড়া আক্রমণ করেছেন। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মানুষ নাকাল হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement