scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম! পর পর ২ দিন ঊর্ধ্বমুখী তেলের দর

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 1/10

দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দরও! মে মাসে মোট ১৬ বার বেড়েছে তেলের দাম। জুনেও ঊর্ধ্বমুখী তেলের দাম!

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 2/10

ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ভোপালে আর রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। জয়পুরে গত বৃহস্পতিবারই ১০০ টাকা পার করেছে পেট্রোলের দাম। মুম্বইয়েও পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছে।

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 3/10

গতকাল দাম বৃদ্ধির পর নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল পেট্রোল-ডিজেলের দর! আজ আরও বাড়ল তেলের দাম। এই নিয়ে পর পর দু’দিন বাড়ল তেলের দাম। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…

Advertisement
Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 4/10

দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯৪ টাকা ৪৯ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৫ টাকা ৩৮ পয়সা।

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 5/10

মুম্বইয়ে মঙ্গলবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১০০ টাকা ৭২ পয়সা আর ডিজেলের দাম ৯২ টাকা ৬৯ পয়সা।

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 6/10

মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ৫০ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৮ টাকা ২৩ পয়সা।

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 7/10

চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯৫ টাকা ৯৯ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ১২ পয়সা।

Advertisement
Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 8/10

এই চার মহানগর ছাড়াও মঙ্গলবার ভোপালে আজ এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৬১ পয়সা আর ডিজেলের দাম ৯৩ টাকা ৮৯ পয়সা প্রতি লিটার।

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 9/10

বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৭ টাকা ৬৪ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ৫১ পয়সা প্রতি লিটার।

Fuel Price Hike: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!
  • 10/10

জয়পুরে মঙ্গলবার পেট্রোল প্রতি লিটারে ১০১ টাকা ০২ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪ টাকা ১৯ পয়সা।

Advertisement