ভোট পরবর্তিকালে মোট ২৩ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর! মে মাসে মোট ১৭ বার বেড়েছে তেলের দাম। জুনেও ঊর্ধ্বমুখী তেলের দাম। জুন মাসের এই ১১ দিনের মধ্যে ৬ দিনই বেড়েছে তেলের দাম।
হিসাব বলছে, বিগত দেড় মাসেরও কম সময়ে মোট ২৩ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দর! মধ্যপ্রদেশের ভোপালে, রাজস্থানের শ্রী গঙ্গানগরে, জয়পুরে আর মুম্বইয়ে ১০০ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম। হায়দরাবাদেও পেট্রোলের দাম এখন ১০০ ছোঁয়ার অপেক্ষায়!
বৃহস্পতিবার দেশজুড়ে অপরিবর্তিত ছিল পেট্রোল-ডিজেলের দাম। শুক্রবারের দাম বৃদ্ধির পর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পেট্রোল-ডিজেলের দর! চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
এই চার মহানগর ছাড়াও শুক্রবার হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ৯৯ টাকা ৬২ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ৫৭ পয়সা প্রতি লিটার।
বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৯ টাকা ০৫ পয়সা আর ডিজেলের দাম ৯১ টাকা ৯৭ পয়সা প্রতি লিটার।