scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 1/10

করোনা সংক্রমণের জেরে প্রায় এক মাস ধরেই দেশজুড়ে প্রায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ দিকে শেষ কয়েকদিন দেশে করোনা সংক্রমণের গ্রাফ সামান্য নিম্নমুখী রয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যাও কমেছে। ফলে বাড়তে থাকা ‘ওয়েটিং লিস্ট’-এর কথা মাথায় রেখে কয়েকটি দূরপাল্লার ট্রেন চালানোর কথা ভাবছে পূর্ব রেল।

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 2/10

মুম্বই, দিল্লি ও পাঞ্জাবগামী ট্রেনগুলির ‘ওয়েটিং লিস্ট’ ক্রমেই লম্বা হচ্ছে। তাই করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ফের ১৮টি দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেল।

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 3/10

পূর্ব রেল সূত্রে খবর, কালকা মেল, পূর্বা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে বর্তমানে প্রায় ১০০ শতাংশ যাত্রী পাচ্ছে। রাজধানী এক্সপ্রেসেও প্রায় ৩০ শতাংশ যাত্রী হচ্ছে।

Advertisement
Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 4/10

‘ওয়েটিং লিস্ট’-এর বহর থেকে চাহিদার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি দেখা গিয়েছে, কম ভাড়ার টিকিটের চাহিদাই এখন বেশি।

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 5/10

করোনার দ্বিতীয় তরঙ্গের প্রভাবে এ রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই মার্চের শেষের দিক থেকে ট্রেনে যাত্রী সংখ্যা ক্রমশ কমতে শুরু করে। ফলে এপ্রিলের শুরুতেই পঞ্চাশটিরও বেশি ট্রেন সাময়িক ভাবে বাতিল করে দিয়েছিল পূর্ব রেল।

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 6/10

রাজ্যে এবং দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের ১৮টি দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেল। তবে যাত্রীরা রাজ্যের করোনা-বিধি মেনে তবেই ট্রেনে যাত্রার সুযোগ পাবেন।

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 7/10

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই কোনও যাত্রী ট্রেনে যাত্রার সুযোগ পাবেন। আপাতত ১৮টি দূরপাল্লার ট্রেন ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Advertisement
Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 8/10

হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন, নিউ আলিপুরদুয়ার, বালুরঘাট, ভাগলপুর-সহ বেশ কয়েকটি রুটে কতগুলি ট্রেন করোনার বাড়ন্ত সংক্রমণের জেরে বন্ধ করা হয়েছিল। মূলত, সেগুলিকেই ফের চালু করা হচ্ছে।

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 9/10

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া-বালুরঘাট স্পেশাল ট্রেনটি শনিবার, রবিবার বাদে সপ্তাহের বাকি ৫ দিন চলবে। মঙ্গল আর বৃহস্পতিবার চলবে শিয়ালদহ-সহরসা ভায়া পূর্ণিয়া স্পেশাল ট্রেনটি। শিয়ালদহ-সহরসা স্পেশাল ট্রেনটি মঙ্গল আর বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলি চলবে। আর কলকাতা-শিলঘাট স্পেশাল চলবে শুধুমাত্র সোমবার।

Eastern Railway: আরও ১৮টি ট্রেন ফের চালু করতে চলেছে পূর্ব রেল! জেনে নিন কোনগুলি
  • 10/10

এদিকে ভাগলপুর-দানাপুর স্পেশাল, দানাপুর-ভাগলপুর স্পেশাল, ভাগলপুর-মুজফফরপুর, কলকাতা-লালগোলা, লালগোলা-কলকাতা, শিয়ালদহ-নিউআলিপুরদুয়ার, নিউআলিপুরদুয়ার-শিয়ালদহ, কলকাতা-রাধিকাপুর, রাধিকাপুর-কলকাতা— এই ট্রেনগুলি সপ্তাহের প্রতিদিনই চলবে।

Advertisement