ফের বিশ্ব বাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ মার্কিন ডলার ছাড়িয়েছে। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের ধাক্কায় ফের চড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম মার্চ থেকে কমতে শুরু করে। ফলে শীঘ্রই কমতে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম, সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিগত কয়েক দিনে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ কমেছে। তাই দেশজুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম কবে নাগাদ কমবে, এটা জানতেই মুখিয়ে রয়েছে দেশের আম জনতা! এদিকে আজ নিয়ে টানা ১৪ দিন দেশে অপরিবর্তিতই রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৭৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৭৫ পয়সা।
এই চার মহানগর ছাড়াও মঙ্গলবার জয়পুরে মঙ্গলবার পেট্রোল প্রতি লিটারে ৯৭ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৩৫ পয়সা।