২০২০ সালে করোনা মহামারীর কারণে উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতির পর কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক বাড়িয়েছিল। এরপর বিশ্ব বাজারে একাধিকবার অপরিশোধিত তেলের দাম কমলেও পেট্রোল-ডিজেলের আবগারি শুল্ক কমানো হয়নি। শেষ ৫০ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১১ টাকা ৫২ পয়সা।
২০২১-এ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে দেশীয় বাজারে সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে পেট্রোল ও ডিজেলের দাম। এপ্রিল, ২০২০-র পর থেকে এখনও পর্যন্ত পেট্রোলের দাম লিটারে বেড়েছে ৩২ টাকা! জুলাই মাসে মোট ৯ বার বেড়েছে পেট্রোলের দাম আর ৫ বার ডিজেলের দাম বেড়েছে! একশো টাকা পার করা পেট্রোল আর একশো ছুঁই ছুঁই ডিজেলের দামে রীতিমতো নাভিশ্বাস উঠছে আম জনতার।
তবে ১৭ জুলাই দাম বাড়ার পর থেকে দেশে পেট্রোল-ডিডেলের দামে কোনও পরিবর্তন হয়নি। বিশ্ব বাজারে বর্তমানে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। ১৫ এপ্রিলের পর আর দাম কমেনি তেলের। চলুন জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
কলকাতায় শুক্রবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা।
এই চার মহানগর ছাড়াও বেঙ্গালুরুতে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ২৫ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।
লখনউতে শুক্রবার এক লিটার পেট্রোলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ২৬ পয়সা প্রতি লিটার।