বিগত মাস দেড়েক অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে পেট্রোল এবং ডিজেলের দামেও তার প্রভাব পড়েছিল। ২৭ ফেব্রুয়ারির পর থেকে টানা ২৪ দিন অপরিবর্তিত থাকার পর ২৪ ও ২৫ মার্চ কমেছিল Petrol, Diesel-এর দাম।
এ দিকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দর ক্রমশ নিম্নমুখী! আন্তর্জাতিক বাজারে বেশ কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দর! তার ফলে পর পর কয়েকদিন অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার ফের কমে তেলের দাম।
তবে বর্তমানে সর্বোত্র বিমানযাত্রা ও উড়ানের সংথ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বজুড়ে ফের বাড়ছে জ্বালানির চাহিদা। দেশে বুধবার থেকে অপরিবর্তিতই রয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৭৭ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৭৫ পয়সা।
চার মহানগর ছাড়াও বেঙ্গালুরুতে শুক্রবার পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৫৯ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫ টাকা ৭৫ পয়সা।
শুক্রবার হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ১৬ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ২০ পয়সা প্রতি লিটার।