scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 1/9

বর্ধমানের কাটোয়া-সহ বাংলার বিভিন্ন জেলা থেকে ‘সুখ সাগর’ পেঁয়াজ উঠতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। বাংলায় উৎপাদিত আর মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজের দাম কয়েকদিন যাবৎ কমছে।

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 2/9

রাজ্যে উৎপাদিত আর মহারাষ্ট্র থেকে আমদানি করা পেঁয়াজের দাম কয়েকদিন যাবৎ কমছে। পেঁয়াজের দাম কমার প্রবনতা এখন বজায় থাকবে বলেই মনে করছেন কৃষি বিপণন বিশেষজ্ঞরা।

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 3/9

দিন কয়েক আগেও নাসিক থেকে আসা পেঁয়াজের পাইকারি দাম কেজিতে ৪০ টাকার আশপাশে ঘোরাফেরা করছিল। এখন সেই পেঁয়াজই কেজিতে ২০-২২ টাকায় নেমে এসেছে।

Advertisement
Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 4/9

রাজ্যের ‘সুখ সাগর’ পেঁয়াজের ব্যাপক উৎপাদন আর জোগানের ফলে ক্রমশ দাম কমছে রাঙা শস্যের! রাজ্যে উৎপাদিত পেঁয়াজ, যা পাইকারি বাজারে ৩০-৩৫ টাকার আশপাশে ছিল, তা এখন ১৯-২০ টাকায় বিক্রি হচ্ছে।

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 5/9

স্থানীয় খুচরো বাজারে পেঁয়াজ এখন ৩০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। খুচরো বাজারে মহারাষ্ট্রের পেঁয়াজের দামও ৩৫-৪০ টাকা মধ্যেই রয়েছে। রাজ্যে পেঁয়াজের ব্যাপক ফলনের জেরে মহারাষ্ট্র থেকে আমদানির প্রয়োজন কমবে।

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 6/9

রাজ্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর টাস্ক ফোর্সের এক কর্তার কথায়, এ বছর রাজ্যে বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের! কিছু দিনের মধ্যে খুচরো বাজারে পেঁয়াজের দাম ২০ টাকায় নেমে আসতে পারে।

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 7/9

ব্যাপক ফলনের জেরে এ বছর পেঁয়াজের দাম অনেকটাই কমতে পারে বলেই মনে করছেন কৃষি বিপণন বিশেষজ্ঞরা। আগামী জুন মাস পর্যন্ত স্থানীয় পেঁয়াজ বাজার চাহিদার বেশিরভাগটাই মেটাবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 8/9

রাজ্যে পেঁয়াজের ব্যাপক উৎপাদন আর জোগানের ফলে মহারাষ্ট্র থেকে এর আমদানি কমবে। তাই বাজার ধরে রাখতে প্রতি বছরের মতো এ বারও অনেকটা দাম কমতে পারে নাসিকের পেঁয়াজের।

Onion Price: রাজ্যে বাম্পার ফলনের ধাক্কায় ক্রমশ দাম কমছে পেঁয়াজের!
  • 9/9

এ দিকে পেঁয়াজের দাম কমার খবরে মধ্যবিত্তের মুখে হাসি ফুটলেও চিন্তা বেড়েছে চাষিদের। কিছুদিন আগে পর্যন্তও কেজিতে ১৫ টাকার আশপাশে পেঁয়াজের দাম পাচ্ছিলেন চাষিরা, এখন তা ৯ টাকায় নেমে এসেছে।

Advertisement