করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দর! ২৭ ফেব্রুয়ারির পর থেকে মোট চারবার তেলের দাম কমেছে বটে তবে তা যৎসামান্য। চার বারে সর্বসাকুল্যে ১ টাকাও কমেনি পেট্রোল-ডিজেলের দর!
শনি, রবিবার অপরিবর্তিত থেকে সোমবার থেকে ফের বাড়তে শুরু করে তেলের দাম! তবে টানা ৩ দিন বৃদ্ধির পর আজ অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দাম!
হিসাব বলছে, গত ৭ দিনে দিল্লিতে লিটারে ১ টাকা ৬৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। দিল্লিতে কাল পেট্রোল, ডিজেলের দাম প্রতি লিটারে ২৫ পয়সা করে বেড়েছে। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৮ টাকা ৩৬ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ৭৫ পয়সা।
বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯২ টাকা ১৬ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৫ টাকা ৪৫ পয়সা।
এই চার মহানগর ছাড়াও বৃহস্পতিবার বেঙ্গালুরুতে পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ১১ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৭ টাকা ৫৭ পয়সা।
মধ্যপ্রদেশের ভোপালে আজ এক লিটার পেট্রোলের দাম ১০০ টাকা ০৮ পয়সা আর ডিজেলের দাম ৯০ টাকা ৯৫ পয়সা প্রতি লিটার।