scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর

আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 1/8

তেলের দামের রদবদল আন্তর্জাতিক দামের উপর নির্ভর করে। শুধুমাত্র পেট্রোলিয়াম সংস্থাগুলিই তেলের দাম নির্ধারণ করছে। গত ৯ দিনে অপরিশোধিত তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে পেট্রল এবং ডিজেলের দামেও তার প্রভাব পড়ছে।

আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 2/8

আজও ফের দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের! গত ৯ দিন ধরে তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি, বুধবার পেট্রোলের দাম ২৫ পয়সা বেড়েছে, আর ডিজেলের দাম ২৫ পয়সা বেড়েছে।

আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 3/8

দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৮৯ টাকা ৫৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৭৯ টাকা ৯৫ পয়সা।

Advertisement
আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 4/8

মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৬ টাকা আর ডিজেলের দাম ৮৬ টাকা ৯৮ পয়সায় পৌঁছেছে।

আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 5/8

বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৭৮ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৫৪ পয়সা হয়েছে।

আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 6/8

চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯১ টাকা ৬৮ পয়সা আর ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সায় পৌঁছেছে।

আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 7/8

চার মহানগর ছাড়াও উত্তর প্রদেশের রাজধানী লখনউতে বুধবার এক লিটার পেট্রোলের দাম ৮৮ টাকা ১২ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৩২ পয়সা প্রতি লিটার হয়েছে।

Advertisement
আজও বাড়ল Petrol, Diesel-এর দাম! টানা ৯ দিন উর্ধ্বমুখী তেলের দর
  • 8/8

বুধবার পটনায় পেট্রোল প্রতি লিটারে ৯১ টাকা ১৯ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৫ টাকা ১৮ পয়সায় পৌঁছেছে।

Advertisement