scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও

বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 1/8

বুধবার শেয়ার বাজার খোলার পর পরই Sensex সূচকে পতন শুরু হয়েছে! গতকাল ৫১,১০৪.১৭ পয়েন্টে বন্ধ হয় Sensex। আজ বাজার খোলার পর প্রায় ৩০০ পয়েন্ট কমে আজ ৫১৭৪৯ পয়েন্টে পৌঁছে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Sensex সূচক।

বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 2/8

মঙ্গলবার Nifty সূচক ১৫,৪৩২ পয়েন্টের সর্বকালীন উচ্চতা পৌঁছে গিয়েছিল। তবে দিনের শেষে Nifty সূচক ১৫,৩১৩ পয়েন্টে বন্ধ হয়েছিল। আজ Sensex সূচকের সঙ্গেই পাল্লা দিয়ে নিম্নমুখী বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Nifty সূচকও। Nifty সূচকও ৭৫ পয়েন্ট নেমে ১৫,২৩৯ পয়েন্টে পৌঁছে যায়।

বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 3/8

বিগত কয়েক দিনে শেয়ার বাজারে বেশ লাভের মুখ দেখছিল দেশীয় সংস্থাগুলি। কিন্তু গতকাল বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) এই উত্থান কিছুটা ধাক্কা খায়। মঙ্গলবার বাজার খোলার পর থেকেই শেয়ার সূচকের অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে।

Advertisement
বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 4/8

অন্যদিকে, ডিজিটাল মুদ্রার বিটকয়েনের বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং প্রথমবারের মতো এর এক ইউনিটের দাম পঞ্চাশ হাজার ডলার ছাড়িয়েছে। প্রায় এক বছর আগে, বিটকয়েনের একটি ইউনিটের দাম ছিল ১০ হাজার ডলার। গত তিন মাসে বিটকয়েনের দাম প্রায় ২০০ শতাংশ বেড়ে গিয়েছে।

বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 5/8

আজ সেনসেক্সে BAJAJ-AUTO, INDUSINDBK, RELIANCE, SBIN, ULTRACEMCO, TECHM, BAJFINANCE এবং BHARTIARTL-এর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে আর NESTLEIND, ONGC, HDFC, ICICIBANK, AXISBANK-এর শেয়ার দর পড়েছে।

বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 6/8

বুধবারর বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) ৫২ হাজারের গণ্ডি পার করে যায় Sensex। বাজেটের পর লগ্নির ক্ষেত্রে উৎসাহ বেড়েছে। বিশেষত, বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি বাড়তে শুরু করেছে। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 7/8

সোমবারই ৫২ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল Sensex। মঙ্গলবার এক সময় Sensex ৫২,৫১৭ পয়েন্টের নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে গেলেও আবার এক সময় তা থেকে ৬৫০ পয়েন্ট নেমে ৫১,৮৬৪ পয়েন্টে‌ এসে থিতু হয়। তবে দিনের শেষে অবশ্য Sensex সূচক কিছুটা উঠে সোমবারের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৫২,১০৪ পয়েন্টে বন্ধ হয়।

Advertisement
বাজার খুলতেই ৩০০ পয়েন্ট পড়ল Sensex, ৬% নামল Nifty সূচকও
  • 8/8

গত সপ্তাহে বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) Sensex ৮১২.৬৭ পয়েন্ট বা ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। প্রধান লাভকারীদের মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, ইনফোসিস, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বাজাজ ফিনান্স। এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার এবং কোটক মাহিন্দ্রা কমেছে।

Advertisement