scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

আধার থাকলেই ১% সুদে ঋণ, প্রধানমন্ত্রী যোজনার নামে ভুয়ো মেসেজ

pib
  • 1/7

যদি আপনাকে বলা হয় যে সরকার মাত্র ১ শতাংশ সুদে ঋণ দিচ্ছে, তাহলে আপনি কী করবেন? আপনি অবশ্যই ঋণ নেওয়ার চেষ্টা করবেন, এক শতাংশ সুদের হার দেখার পর প্রয়োজন না থাকলেও সবাই ঋণ নিতে চাইবেন। 

pib
  • 2/7

 সাধারণ মানুষের জন্য সবচেয়ে সস্তা গৃহঋণ প্রকল্পের  উপর বার্ষিক প্রায় ৭  শতাংশ হারে  সুদ নেওয়া হয়। কিন্তু ১ শতাংশ সুদে ঋণ, এই অফারটি নেওয়ার আগে ভাল ভাবে চিন্তাভাবানা করুন। আসলে কিছু মানুষের মোবাইলে এই মেসেজ আসছে। 
 

pib
  • 3/7


আপনার  পুরো বিষয়টি জানা দরকার। হোয়াটসঅ্যাপে (WhatsApp) শেয়ার করা একটি বার্তায় দাবি করা হচ্ছে যে 'প্রধানমন্ত্রী যোজনার' অধীনে আধার কার্ডের মাধ্যমে ১ শতাংশ  সুদে ঋণ দেওয়া হচ্ছে।

Advertisement
pib
  • 4/7

ভাইরাল হোয়াটসঅ্যাপ বার্তায় লেখা আছে, 'প্রধানমন্ত্রীর যোজনায় আধার কার্ডে ঋণে ১ শতাংশ সুদে ৫০ শতাংশ ছাড়'। এই বার্তার সত্যতা সম্পর্কে আপনার জানা দরকার। এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর।
 

pib
  • 5/7

সরকারি ফ্যাক্ট চেক এজেন্সি PIBFactCheck এটিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং তদন্ত করেছে। তদন্তের পর সংস্থা এই দাবিটিকে ভুয়ো বলে জানিয়েছে। পিআইবি বলেছে যে 'আধার কার্ড থেকে ঋণ পাওয়ার দাবি করা প্রধানমন্ত্রীর এই প্রকল্পটি ভুয়া'।
 

pib
  • 6/7

সরকারি তদন্ত সংস্থা জানিয়েছে, হোয়াটসঅ্যাপে এই বার্তায় যে দাবি করা হচ্ছে তা ভুয়ো। 'প্রধানমন্ত্রীর যোজনা' নামক কোনো প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকার ঋণ দিচ্ছে না। 

pib
  • 7/7

এটা লক্ষণীয় যে PIBFactCheck এ ধরনের খবর তদন্ত করে, যা বিভ্রান্তিকর। সংস্থাটি মানুষকে ভুয়ো তথ্যে ফেঁসে  না যাওয়ার  জন্য সতর্ক করেছে। 

Advertisement