scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

ATM Interchange Fee: ১ আগস্ট থেকে ATM লেনদেনে লাগবে বাড়তি চার্জ! কীসে কত চার্জ, জেনে নিন

ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 1/8

ইতিমধ্যেই ATM থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন এনেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। গত ১ জুন থেকেই ATM থেকে টাকা তোলা ও টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত চার্জ গুণতে হচ্ছে।

ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 2/8

কোনও গ্রাহক মাসে চার বার ATM থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন। কিন্তু ৪ বারের পর প্রতিবার ATM থেকে টাকা তুলতে গ্রাহককে ১৫ টাকা (সঙ্গে অতিরিক্ত GST) দিতে হবে, এমনটাই ঘোষণা করা হয়েছিল মে মাসে।

ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 3/8

তবে ১ আগস্ট থেকে নির্দিষ্ট সীমা (৪ বারের সীমা) পেরিয়ে যাওয়ার পর ATM থেকে টাকা তুলতে গ্রাহককে ১৫ টাকার (সঙ্গে অতিরিক্ত GST) পরিবর্তে ১৭ টাকা করে দিতে হবে। 

Advertisement
ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 4/8

এই চার্জ শুধুমাত্র SBI নয়, দেশের সমস্ত ব্যাঙ্কের ATM লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। দীর্ঘ ৯ বছর পর রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিয়েছে। 

ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 5/8

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশের সমস্ত ব্যাঙ্ককেই ATM লেনদেনের জন্য এই চার্জ বাড়ানোর অনুমতি দিয়েছে। এই নিয়ম ১ আগস্ট থেকে কার্যকর হতে চলেছে।

ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 6/8

দেশজুড়ে নতুন ATM তৈরির ক্রমবর্ধমান খরচ এবং ব্যাঙ্কগুলির মাধ্যমে ATM-এর রক্ষণাবেক্ষণ ব্যয়কে সামনে রেখে ইন্টারচেঞ্জ ফি কাঠামো বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 7/8

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নতুন নির্দেশ অনুযায়ী, ATM লেনদেনের নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর আর্থিক লেনদেন প্রতি ১৭ টাকা করে দিতে হবে। 

Advertisement
ATM Interchange Fee: ১ আগস্ট থেকে কোন ATM transaction-এর কত চার্জ! জেনে নিন
  • 8/8

ATM থেকে টাকা তোলা ছাড়াও ব্যালান্স চেক, মিনি স্টেটমেন্ট, চেকবইয়ের অনুরোধ ইত্যাদির জন্য ৬ টাকা করে চার্জ ধার্য করা হয়েছে।

Advertisement