Advertisement
ইউটিলিটি

কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্টের ঊর্ধ্বসীমা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা

  • 1/6

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) মুদ্রা নীতি কমিটির (এমপিসি) তিন দিনের বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস আর্থিক নীতি পর্যালোচনা ঘোষণা করেছেন। আসুন জেনে নেওয়া যাক কমিটির ফলাফল কী ছিল

  • 2/6

সুদের হারে অপরিবর্তিত: মুদ্রানীতি পর্যালোচনাতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হারে কোনও পরিবর্তন আনেনি। অর্থাৎ সাধারণ মানুষ তাদের ঋণ কিংবা ইএমআই নিয়ে স্বস্তি পাননি। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৪% এবং রিজার্ভ রেপো হার ৩.৩৫% অপরিবর্তিত।

  • 3/6

কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্টের ঊর্ধ্বসীমা বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা। আরবিআই জানিয়েছে কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্টের ঊর্ধ্বসীমা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হবে। এই সিদ্ধান্তটি ১ জানুয়ারি ২০২১ থেকে চালু হবে।

Advertisement
  • 4/6

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান এখন গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে। আনলক হওয়ার পরে শহুরে চাহিদা বেড়েছে। দেশের গ্রাহকরা অত্যন্ত আশাবাদী। অর্থনীতি প্রত্যাশার চেয়ে দ্রুত স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। ২০২০-২১ এই আর্থিক বছরে, জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫%

  • 5/6

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার থাকতে পারে ৬.৮ শতাংশ। শেষ ত্রৈমাসিকে তা হবে ৫.৮।

  • 6/6

লভ্যাংশ দেওয়া থেকে ব্যাঙ্কগুলিকে ছাড় দেওয়া হবে। আরটিজিএস সিস্টেম আগামী কয়েকদিনের মধ্যেই চালু হবে।

Advertisement