Advertisement
ইউটিলিটি

Royal Enfield 250 CC Bike: সাধ্যের মধ্যে, এবার ২৫০ সিসি বাইক আনছে রয়্যাল এনফিল্ড, দাম কত?

রয়্যাল এনফিল্ডের বাইক যুবসমাজের কাছে একটা আবেগ। পাওয়ারফুল ইঞ্জিন, গুরুগম্ভীর একজস্ট নোট আর ক্লাসিক স্টাইল; Royal Enfield মানেই একটা আলাদা ব্যাপার। এবার সেই জনপ্রিয় সংস্থাকে নিয়েই বাজারে নতুন গুঞ্জন। 
  • 1/10

Royal Enfield 250 CC Bike: রয়্যাল এনফিল্ডের বাইক যুবসমাজের কাছে একটা আবেগ। পাওয়ারফুল ইঞ্জিন, গুরুগম্ভীর একজস্ট নোট আর ক্লাসিক স্টাইল; Royal Enfield মানেই একটা আলাদা ব্যাপার। এবার সেই জনপ্রিয় সংস্থাকে নিয়েই বাজারে নতুন গুঞ্জন। 
 

সূত্রের খবর, রয়্যাল এনফিল্ড নাকি চিনের মোটরসাইকেল প্রস্তুতকারক CFMoto র সঙ্গে আলোচনা করছে। তাদের থেকে ২৫০ সিসির ইঞ্জিন কেনার ব্যাপারেই নাকি কথা হচ্ছে। আর তাই থেকেই তুঙ্গে জল্পনা। অনেকেই বলছেন, এবার হয়তো ২৫০ সিসির রয়‍্যাল এনফিল্ড আসতে চলেছে। আড়াইশো সিসির ম
  • 2/10

সূত্রের খবর, রয়্যাল এনফিল্ড নাকি চিনের মোটরসাইকেল প্রস্তুতকারক CFMoto র সঙ্গে আলোচনা করছে। তাদের থেকে ২৫০ সিসির ইঞ্জিন কেনার ব্যাপারেই নাকি কথা হচ্ছে। আর তাই থেকেই তুঙ্গে জল্পনা। অনেকেই বলছেন, এবার হয়তো ২৫০ সিসির রয়‍্যাল এনফিল্ড আসতে চলেছে। আড়াইশো সিসির মোটরসাইকেল আনলে সেটাই সংস্থার সবেচেয় সস্তার বাহন হবে। ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকেও সবচেয়ে সাশ্রয়ী হবে।

সংস্থার তরফে এখনও অফিসিয়ালি কিছু বলা হয়নি। তবে অটোমোবাইল সেক্টরে এমন খবর চাপা থাকে না। অনেকেই বলছেন, ইঞ্জিনটি থাকছে রয়‍্যাল এনফিল্ডের নতুন 'V' প্ল্যাটফর্মে বসানো হতে পারে। এই প্ল্যাটফর্মের উপর বেস করেই একটি নতুন বাইক তৈরি করা হতে পারে।
  • 3/10

সংস্থার তরফে এখনও অফিসিয়ালি কিছু বলা হয়নি। তবে অটোমোবাইল সেক্টরে এমন খবর চাপা থাকে না। অনেকেই বলছেন, ইঞ্জিনটি থাকছে রয়‍্যাল এনফিল্ডের নতুন 'V' প্ল্যাটফর্মে বসানো হতে পারে। এই প্ল্যাটফর্মের উপর বেস করেই একটি নতুন বাইক তৈরি করা হতে পারে।

Advertisement
বর্তমানে Royal Enfield এর সবচেয়ে সস্তার বাইক Hunter 3501 250 CC এলে সেটি যে আরও কম দামের হবে, তা বলাই বাহুল্য।
  • 4/10

বর্তমানে Royal Enfield এর সবচেয়ে সস্তার বাইক Hunter 3501 250 CC এলে সেটি যে আরও কম দামের হবে, তা বলাই বাহুল্য।

নতুন ইঞ্জিনটি নিয়েও নানা খবর শোনা যাচ্ছে। অনেকে বলছেন, রয়্যাল এনফিল্ড এই ইঞ্জিনে মাইল্ড ও ফুল হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করতে পারে। কারণ, এখন দুই চাকার গাড়ির জন্য BSVI ফেজ ২ আর CAFE রেগুলেশন বাধ্যতামূলক। সরকারের এই নতুন নিয়মে বাইকগুলিকে আরও পরিবেশবান্ধব ক
  • 5/10

নতুন ইঞ্জিনটি নিয়েও নানা খবর শোনা যাচ্ছে। অনেকে বলছেন, রয়্যাল এনফিল্ড এই ইঞ্জিনে মাইল্ড ও ফুল হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করতে পারে। কারণ, এখন দুই চাকার গাড়ির জন্য BSVI ফেজ ২ আর CAFE রেগুলেশন বাধ্যতামূলক। সরকারের এই নতুন নিয়মে বাইকগুলিকে আরও পরিবেশবান্ধব করা হচ্ছে। ফলে সেসব মেনেই নতুন বাইক তৈরি হতে পারে।

ইঞ্জিনের ডিজাইনও এমনভাবে করা হবে যাতে রয়‍্যাল এনফিল্ডের ক্লাসিক স্টাইল ও পাওয়ারের দিকটা বজায় থাকে। বাইকের ফ্রেম, সাসপেনশন ও ডিজাইন সংস্থার চেন্নাইয়ের কারখানায় তৈরি হতে পারে।
  • 6/10

ইঞ্জিনের ডিজাইনও এমনভাবে করা হবে যাতে রয়‍্যাল এনফিল্ডের ক্লাসিক স্টাইল ও পাওয়ারের দিকটা বজায় থাকে। বাইকের ফ্রেম, সাসপেনশন ও ডিজাইন সংস্থার চেন্নাইয়ের কারখানায় তৈরি হতে পারে।

সবচেয়ে বড় চমক এটাই যে, এই প্রথমবার রয়্যাল এনফিল্ড কোনও বিদেশি কোম্পানির থেকে বাইকের ইঞ্জিন নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এর আগে তাদের সব ইঞ্জিন; ৩৫০, ৪৫০, ৬৫০ এবং আসন্ন ৭৫০ সিসি; সবই নিজেদের কারখানাতেই তৈরি হয়েছে।
  • 7/10

সবচেয়ে বড় চমক এটাই যে, এই প্রথমবার রয়্যাল এনফিল্ড কোনও বিদেশি কোম্পানির থেকে বাইকের ইঞ্জিন নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এর আগে তাদের সব ইঞ্জিন; ৩৫০, ৪৫০, ৬৫০ এবং আসন্ন ৭৫০ সিসি; সবই নিজেদের কারখানাতেই তৈরি হয়েছে।

Advertisement
তবে এখন প্রশ্ন একটাই; চিনের CFMoto র ইঞ্জিন দিয়ে তৈরি 250 cc বাইকেও কি রয়‍্যাল এনফিল্ডের সেই দুমদুম' শব্দ আর টান থাকবে? তার উত্তর অবশ্য সময়ই দেবে।
  • 8/10

তবে এখন প্রশ্ন একটাই; চিনের CFMoto র ইঞ্জিন দিয়ে তৈরি 250 cc বাইকেও কি রয়‍্যাল এনফিল্ডের সেই দুমদুম' শব্দ আর টান থাকবে? তার উত্তর অবশ্য সময়ই দেবে।

অফিসিয়ালি বিষয়টি ফাইনাল হতে কিছুটা সময় লাগবে। অটোমোবাইল সেক্টরের ধারণা, এই ডিল বাস্তবায়িত হলে, ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের শেষেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে পারে।
  • 9/10

অফিসিয়ালি বিষয়টি ফাইনাল হতে কিছুটা সময় লাগবে। অটোমোবাইল সেক্টরের ধারণা, এই ডিল বাস্তবায়িত হলে, ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের শেষেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে পারে।

রয়্যাল এনফিল্ডের নতুন বাইক নিয়ে স্বাভাবিকভাবেই বাইকপ্রেমীরা আলোচনা করছেন। Royal Enfield এর নতুন 250 cc বাইক কবে রাস্তায় নামে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।
  • 10/10

রয়্যাল এনফিল্ডের নতুন বাইক নিয়ে স্বাভাবিকভাবেই বাইকপ্রেমীরা আলোচনা করছেন। Royal Enfield এর নতুন 250 cc বাইক কবে রাস্তায় নামে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Advertisement