Advertisement
ইউটিলিটি

Home Loan Mistakes: হোম লোন নেওয়ার সময় এই ৭ ভুল নয়, টাকা বাঁচাতে চাইলে জানুন

বাড়ি এবং ফ্ল্যাটের দাম ঊর্ধ্বমুখী
  • 1/9

বাড়ি এবং ফ্ল্যাটের দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে অনেকেই হোল লোন নেন। ঋণ নিয়ে নিজের স্বপ্নপূরণ করেন।

হোম লোন নেওয়ার সময় অনেকেই কিছু ভুল করে ফেলেন
  • 2/9

তবে মাথায় রাখতে হবে, হোম লোন নেওয়ার সময় অনেকেই কিছু ভুল করে ফেলেন। যার ফলে বিপদ বাড়ে। বেশি টাকা পকেট থেকে খসে যায়। তাই এই ভুল আর করা চলবে না।

সব কাগজ ঠিক রয়েছে কি না
  • 3/9

সবার প্রথমে দেখতে হবে যে ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন, সেটির সব কাগজ ঠিক রয়েছে কি না। এই সব ডকুমেন্ট কিন্তু সব ব্যাঙ্কই দেখতে চাইবে। তাই এই কাগজগুলি আগে রেডি রাখুন। আর সেই কাজটাই অনেকে করেন না।

Advertisement
সিভিল স্কোর বা ক্রেডিট স্টোর দেখা মাস্ট
  • 4/9

সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর দেখা মাস্ট। তার মাধ্যমেই বুঝতে পারবেন যে লোনের ইন্টারেস্ট কত হবে। এক্ষেত্রে ৭৫০-এর উপর স্কোর হলে ইন্টারেস্ট রেট কমবে।

একাধিক ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট দেখতে হবে
  • 5/9

একাধিক ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট দেখতে হবে। তারপর যেটির রেট কম দেখবেন, সেই ব্যাঙ্কের সঙ্গে করুন যোগাযোগ। আর অনেকে এই কাজটাই করেন না। ফলে বেশি টাকা খরচ হয়।

লোন পাশ করার একটা প্রসেসিং ফি থাকে
  • 6/9

প্রত্যেকটি লোন পাশ করার একটা প্রসেসিং ফি থাকে। আর এটা ব্যাঙ্ক ভেদে আলাদা হয়। তাই প্রথমেই প্রসেসিং ফি জেনে নিন।

হিডেন চার্জ থাকতে পারে লোনের
  • 7/9

প্রসেসিং ফি ছাড়াও হিডেন চার্জ থাকতে পারে লোনের। সেগুলিও দিতে হয়। তাই এমন কিছু আপনার ব্যাঙ্কের রয়েছে কি না জেনে নিন।

Advertisement
অবশ্যই জেনে নিতে হবে লোন টেনিয়র
  • 8/9

অবশ্যই জেনে নিতে হবে লোন টেনিয়র। এটা ঠিকমতো না জেনে নিলে কিন্তু পরে বেশিদিন পর্যন্ত EMI দিতে হতে পারে।

লোন যতটা কম নিতে পারেন, তত ভালো
  • 9/9

পরিশেষে বলি, লোন যতটা কম নিতে পারেন, তত ভালো। প্রথমে ডাউন পেমেন্ট বেশি দিন। তাহলেই লোন টেনিয়র কমবে। পাশাপাশি দিতে হবে কম ইএমআই।

Advertisement