scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে

রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে
  • 1/6

দ্বিতীয় দফার নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি-র (NTPC) CBT পরীক্ষা সংক্রান্ত তথ্য প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি থেকে, চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে
  • 2/6

দেশের বিভিন্ন শহরে এই পরীক্ষার কেন্দ্র রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরুর ১০ দিন আগে সমস্ত ওয়েবসাইটে দেশের বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্রের স্থান ও তারিখ বিস্তারিত ভাবে দেখার জন্য একটি লিঙ্ক বুধবারই (৬ জানুয়ারি) যুক্ত করা হয়েছে।

রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে
  • 3/6

যে সকল প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাঁরা পরীক্ষা কেন্দ্রের স্থান ও তারিখ সংক্রান্ত সমস্ত তথ্য সংশ্লিষ্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের ট্রাভেলিং অথরিটি ডাউনলোড করার লিঙ্কও রয়েছে এখানে।

Advertisement
রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে
  • 4/6

পরীক্ষার ৪ দিন আগে, অর্থাৎ ১২ জানুয়ারি থেকে প্রার্থীরা পরীক্ষার ই-কল লেটার, অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। প্রায় ২৭ লক্ষ পরীক্ষার্থী এ বারের NTPC CBT পরীক্ষায় বসবেন।

রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে
  • 5/6

দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কোন প্রার্থীর কবে পরীক্ষা, তা-ও জানা যাবে এই ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক থেকে।

রেলের দ্বিতীয় দফার NTPC পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি! জানুন সবিস্তারে
  • 6/6

ইতিমধ্যেই প্রার্থীদের নথিভূক্ত করা ইমেল আইডি ও মোবাইল নম্বরে দ্বিতীয় দফার NTPC CBT পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে। যে সকল প্রার্থীদের নাম এই পর্যায়ের পরীক্ষার্থীদের তালিকায় থাকবে না, তাঁরা পরের পর্যায়ে সুযোগ পাবেন।

Advertisement