scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 1/9

আপনি মাধ্যমিক পাশ? রেলে কাজের সুযোগ রয়েছে আপনার জন্য। সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ট্রেডে মোট ৩৯৫১ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে রেল।

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 2/9

গত ২৪ মে থেকে অ্যাপ্রেন্টিস নিয়োগের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ন্যূনতম দশম শ্রেণি পাশ হলেই মিলতে পারে কাজের সুযোগ। চলুন এই নিয়োগের খুঁটিনাটি জেনে নেওয়া যাক...

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 3/9

ওয়েল্ডার, ফিটার, কারপেন্টার, মেশিনিস্ট, পেন্টার, মেক্যানিক, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, প্রোগ্রামিং ও সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ারম্যান, রেফিজ্রারেটর ও এসি মেকানিক, পাইপ ফিটার, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান ও প্লাম্বার ট্রেডে নিয়োগ করা হবে।

Advertisement
RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 4/9

শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত ট্রেডগুলির ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম দশম শ্রেণি পাশ অথবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 5/9

শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অথবা এসসিভিটি সার্টিফিকেট থাকতে হবে। যাঁদের কাছে এই সার্টিফিকেট নেই, তাঁরা আবেদন করতে পারবেন না।

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 6/9

আবেদনকারীর বয়সসীমা ও স্টাইপেন: ২৪ জুন, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, আবেদনকারীর বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে। অ্যাপ্রেন্টিস করার সময় স্টাইপেন বাবদ প্রতি মাসে মিলবে ৪,০০০ টাকা থেকে ৮০০০ টাকা।

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 7/9

ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৫ জুন, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের জন্য রেলের ওয়েবসাইটে (https://www.rrc-wr.com) গিয়ে আবেদন করতে হবে।

Advertisement
RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 8/9

আবেদনের জন্য প্রার্থীদের ফি বাবদ অনলাইনে ১০০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি-উপজাতি ও ওসিবিদের ক্ষেত্রে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।

RRC Western Railway Recruitment: মাধ্যমিক পাশেই প্রায় ৪ হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে রেল!
  • 9/9

আবেদনের পর একটি রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। এটি নিয়োগের পরবর্তী ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাই রেখে দিতে হবে। এই নিয়োগের সম্পর্কে আরও জানতে রেলের ওয়েবসাইটে (https://www.rrc-wr.com) নজর রাখুন।

Advertisement