নিজের একটা বাড়ির স্বপ্ন কে না দেখে! কিন্তু কোন ব্যাঙ্ক থেকে হোম লোন সস্তায় পাওয়া যাবে, সহজে পাওয়া যাবে, সেটা নিয়েই বিস্তর মাথা ঘামাতে হয় সাধারণ মানুষকে।
বর্তমানের মুল্যবৃদ্ধির বাজারে পোস্ট অফিস থেকেও আপনার প্রয়োজনীয় হোম লোন কম সুদে পেতে পারেন। কারণ, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) এবং HDFC পেমেন্ট ব্যাঙ্ক একত্রে এই ঋণ দিচ্ছে।
সকলের জন্য সাশ্রয়ী মূল্যের বাড়ি কেনার সুযোগ করে দিতে প্রায় ১.৯০ লক্ষ পোস্টম্যান এবং গ্রামীণ ডাক সেবক এখন বাড়ির জন্য ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন।
দেশের যে সমস্ত এলাকায় এখনও ব্যাঙ্কের কোনও সুবিধা নেই, সেই সব এলাকার মানুষও সহজে গৃহঋণ পেতে পারেন নীকটবর্তী পোস্ট অফিস থেকে। ২০ সেপ্টেম্বর ২০২১ থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক থেকে HDFC-এর মাধ্যমে পাওয়া হোম লোনের বার্ষিক সুদের হার ছিল ৬.৭০ শতাংশ। বর্তমানে এই সুদের হার ৭.১৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ হয়েছে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) এবং হাউজিং ফাইন্যান্স কোম্পানি HDFC Ltd-এর মাধ্যমে গ্রাহকরা HDFC-র ৬৫০টি শাখার মাধ্যমে উপকৃত হবেন।
HDFC-র ৬৫০টি শাখা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১ লক্ষ ৩৬ হাজার ব্যাঙ্কিং অ্যাক্সেস পয়েন্ট (পোস্ট অফিস) থেকেও এই লোন পাওয়া যাবে৷