scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

চিনে উৎপাদনের পাট গুটিয়ে নয়ডায় তৃতীয় ইউনিট খুলছে Samsung!

Samsung to shift production unit from China to India
  • 1/6

করোনা মহামারির পর থেকেই চিন থেকে নিজেদের ব্যবসা বা উৎপাদনের পাট গুটিয়ে নিচ্ছে একের পর এক নামী সংস্থা। সেই তালিকায় রয়েছে LAVA, Apple, Samsung-এর মতো সংস্থা।

Samsung to shift production unit from China to India
  • 2/6

চিনের বদলে ভারতে বিনিয়োগেই আগ্রহ দেখাচ্ছে এই সমস্ত বিদেশি সংস্থাগুলি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার  টেক জায়ান্ট Samsung তার OLED মোবাইল ডিসপ্লের উৎপাদনের ইউনিট চিন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসার কথা ঘোষণা করেছে।

Samsung to shift production unit from China to India
  • 3/6

জানা গিয়েছে, ৪ হাজার ৮২৫ কোটি টাকার বিনিয়োগে উত্তর প্রদেশের নয়ডায় সংস্থার তৃতীয় উৎপাদনের ইউনিট খুলতে চলেছে Samsung।

Advertisement
Samsung to shift production unit from China to India
  • 4/6

মনে করা হচ্ছে, নয়ডায় ৪ হাজার ৮২৫ কোটি টাকার বিনিয়োগে সংস্থার তৃতীয় উৎপাদনের ইউনিট চালু হলে প্রায় দেড় হাজার (১৫০০)মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর মধ্যে কারখানায় সরাসরি ৫১০ জনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

Samsung to shift production unit from China to India
  • 5/6

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung-এর এই বিপুল অঙ্কের বিনিয়োগের ফলে ভারত বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠবে।

Samsung to shift production unit from China to India
  • 6/6

জানা গিয়েছে, আগামী পাঁচ বছরে ভারতে থেকে মোট ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) ইউনিট রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সংস্থা।

Advertisement