scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Last Solar Eclipse 2020: জেনে নিন কোথা থেকে, কখন দেখা যাবে বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

Last solar eclipse of 2020
  • 1/6

১৪ ডিসেম্বর, সোমবার দেখা যাবে চলতি বছরের বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সোমবার চেনা পরিচিত সূর্য গ্রহণ লাগার পর ‘রিং অফ ফায়ার’-এ পরিনত হবে।

Last solar eclipse of 2020
  • 2/6

আমেরিকার দক্ষিণ অংশ, দক্ষিণ পশ্চিম আফ্রিকার বেশ কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ এবং মেক্সিকোর কিছু অংশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

Last solar eclipse of 2020
  • 3/6

ভারত থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ, যে সময় গ্রহণ লাগবে, ভারতে তত ক্ষণে সূর্যাস্ত হয়ে যাবে।

Advertisement
Last solar eclipse of 2020
  • 4/6

আসুন জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুযায়ী কখন থেকে কখন পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। যাঁরা গ্রহণ চলাকালীন বিভিন্ন নিয়ম-কানুন মানেন, তাঁদের জন্য সূর্যগ্রহণের সময় জেনে রাখা জরুরি।

Last solar eclipse of 2020
  • 5/6

ভারতীয় সময় অনুযায়ী সূর্যের গ্রহণ শুরু হচ্ছে সন্ধ্যা ৭টা ০৪ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণ আরম্ভ হবে রাত ৮টা ০৩ মিনিটে। 

Last solar eclipse of 2020
  • 6/6

পূর্ণগ্রাস গ্রহণ সর্বাধিক পর্যায়ে পৌঁছাবে রাত ৯টা ৪৪ মিনিটে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শেষ হচ্ছে রাত ১১টা ২৪ মিনিটে আর গ্রহণ সম্পূর্ণরূপে শেষ হচ্ছে রাত ১২টা ২৩ মিনিটে।

Advertisement