১৪ ডিসেম্বর, সোমবার দেখা যাবে চলতি বছরের বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সোমবার চেনা পরিচিত সূর্য গ্রহণ লাগার পর ‘রিং অফ ফায়ার’-এ পরিনত হবে।
আমেরিকার দক্ষিণ অংশ, দক্ষিণ পশ্চিম আফ্রিকার বেশ কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ এবং মেক্সিকোর কিছু অংশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
ভারত থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ, যে সময় গ্রহণ লাগবে, ভারতে তত ক্ষণে সূর্যাস্ত হয়ে যাবে।
আসুন জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুযায়ী কখন থেকে কখন পর্যন্ত সূর্যগ্রহণ চলবে। যাঁরা গ্রহণ চলাকালীন বিভিন্ন নিয়ম-কানুন মানেন, তাঁদের জন্য সূর্যগ্রহণের সময় জেনে রাখা জরুরি।
ভারতীয় সময় অনুযায়ী সূর্যের গ্রহণ শুরু হচ্ছে সন্ধ্যা ৭টা ০৪ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণ আরম্ভ হবে রাত ৮টা ০৩ মিনিটে।