বিগত কয়েকদিন দেশে করোনা সংক্রমণের গ্রাফ সামান্য নিম্নমুখী রয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যাও কমেছে। কিন্তু তা সত্ত্বেও এখনও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না।
ব্যাঙ্কের শাখায় পরিষেবা মিললেও তা সীমিত সময়ের জন্যই পাচ্ছেন গ্রাহকরা। অনেক ক্ষেত্রে রাস্তায় গণপরিবহণের অভাবে নিজের ব্যাঙ্কের শাখায় পৌঁছাতে পারছেন না অনেকেই।
নিকটবর্তী নন হোম ব্রাঞ্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট ‘ক্যাশ লিমিট’ রয়েছে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রাহকদের পাশে দাঁড়াল স্টেট ব্যাঙ্ক (SBI)। বাড়িয়ে দেওয়া হল নন হোম ব্রাঞ্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে ‘ক্যাশ লিমিট’।
সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে নন হোম ব্রাঞ্চ থেকে টাকা তোলার ক্ষেত্রে ‘ক্যাশ লিমিট’ বাড়িয়ে দেওয়ার কথা গ্রাহকদের জানিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক SBI।
To support our customers in this pandemic, SBI has increased the non-home cash withdrawal limits through cheque and withdrawal form.
— State Bank of India (@TheOfficialSBI) May 29, 2021
#SBIAapkeSaath #StayStrongIndia #CashWithdrawal #Covid19 #BankSafe #StaySafe pic.twitter.com/t4AXY4Rzqh
স্টেট ব্যাঙ্কের (SBI) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা অতিমারীর সময়ে গ্রাহকদের সুবিধার্থে নন হোম ব্রাঞ্চ থেকে চেক বা উইথড্রল ফর্মের মাধ্যমে টাকা তোলার সর্বোচ্চ সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।
স্টেট ব্যাঙ্কের (SBI) নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে গ্রাহকরা নন হোম ব্রাঞ্চ থেকে চেক বা উইথড্রল ফর্মের মাধ্যমে একদিনে সর্বোচ্চ ২৫,০০০ পর্যন্ত টাকা তুলতে পারবেন।
অর্থাৎ, নিজের ব্যাঙ্কের শাখায় পৌঁছাতে না পারলেও যে কোনও স্টেট ব্যাঙ্কের (SBI) শাখা থেকে বা উইথড্রল ফর্মের মাধ্যমে একদিনে সর্বোচ্চ ২৫,০০০ পর্যন্ত টাকা তুলতে পারবেন গ্রাহকরা।