scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

New Hallmark Rule From 1 June On All Ornaments: ১ জুন থেকে সোনার গয়না কেনার নিয়মে বড় বদল, না মানলে শাস্তি

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 1/10

পহেলা জুন থেকে দেশে একাধিক রদবদল আসছে। যার মধ্যে বেশকিছু আপনার পকেট এবং জীবনের সঙ্গে জড়িত। সরাসরি প্রভাব ফেলবে। সোনার হলমার্কিং (Gold Hallmarking) নিয়ে এই নিয়মের বদল হতে চলেছে। সঙ্গে দেশের বেশ কিছু অংশে হলমার্কিং (Gold Hallmarking Centre) সেন্টার খোলা হচ্ছে।

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 2/10

আসলে ১ জুন থেকে সোনার হলমার্কের দ্বিতীয় (2nd Phase Hallmarking) চরণ শুরু হতে চলেছে। দেশে এখনও ২৫৬ জেলায় হলমার্কিং অনিবার্য রয়েছে। ১ জুন থেকে বেড়ে ২৮৮ জেলায় সোনার গয়নার হলমার্কিং অনিবার্য হয়ে যাবে। অর্থাৎ দেশের ৩২ জেলায় একটি করে নতুন হল মার্কিং সেন্টার খোলা হবে।

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 3/10

এরপরে এই জেলাগুলিতেও ১৪, ১৮,২২. ২৩ ও ২৪ ক্যারেট এর গয়না বিক্রি করা যাবে। এরূপে জুয়েলারদের প্রত্যেক সোনার আইটেমের উপর অতিরিক্ত কেবল ৩৫ টাকা চার্জ করবে। এতে গ্রাহকদের (Customer Benefit) সবচেয়ে বেশি লাভ হবে। এতে ১ জুন থেকে দেশের ২৮৮ জেলায় হলমার্কিং অনিবার্য হয়ে যাচ্ছে।

Advertisement
১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 4/10

হলমার্কে সবচেয়ে বেশি সুবিধা পাবেন গ্রাহকরা এবং এতে জুয়েলারির টাকা চার্জ করার মধ্যে লাগাম কষা যাবে। কারণ এখন জুয়েলারি গ্রাহকদের এটা বলে ভুল বোঝাতে পারবেন না যে এই গয়না আমাদের এখানকার নয়, বাইরের সোনা।

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 5/10

শুধু এটাই নয় জুয়েলাররা বেশ কিছু গয়না বিক্রি করার পুরো তথ্য হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (HUI) নাম্বার দিতে হবে সরকারি পোর্টালে ।

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 6/10

নতুন ব্যবস্থার এই হিসেবে গয়না বানানো থেকে শুরু করে ক্রেতার নাম ওজন এবং দাম সব কিছু পোর্টালে দিতে হবে। তৈরি থেকে নিয়ে শেষ খদ্দের পর্যন্ত সমস্ত তথ্য দেওয়া থাকবে।

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 7/10

সোনার হলমার্কিং নিয়ে নোটিশে বলা হয়েছে, ভারতীয় মানক ব্যুরো (BIS) এর ওয়েবসাইটে হিসেবে ৬ টি শুদ্ধতার শ্রেণি, যার মধ্যে ১৪ ক্যারেট, ১৮ ক্যারেট, ২০ ক্যারেট, ২২ ক্যারেট এবং ২৩ ক্যারেট এবং ২৪ ক্যারেট এর জন্য হলমার্কের অনুমতি রয়েছে। এই হিসেবে একজন ২০২২ থেকে জুয়েলাররা কেবল হলমার্কওয়ালা সোনাতে গহনা বেচতে পারবেন এবং তার শুদ্ধতা সম্পর্কে গ্রাহকদের নিশ্চিত করতে হবে।

Advertisement
১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 8/10

যদি এই নিয়ম লাগু হবার পর কোন গয়না প্রস্তুতকারক কোনও রকম গর্বর করেন এবং কোনও রকম অভিযোগ আসে, তাহলে এর প্রভাব পড়বে ওই গয়না বিক্রেতাদের উপর। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। নতুন ব্যবস্থা হিসেবে দ্বিতীয় চরণের সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে হলমার্কিং সেন্টার খোলা হচ্ছে।

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 9/10

এই হলমার্ক আসলে কী? সোনার সত্যতা নিয়ে গ্রাহকদের মন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। হলমার্ক, সোনার শুদ্ধতার একটা প্রমাণ। ভারতীয় মানক (BIS) শুদ্ধতা এবং সৌন্দর্যে প্রমাণপত্র হিসেবে সিলমোহর দেয়। যাকে হলমার্কিং বলা হয়।

 

১ জুন থেকে হলমার্ক ছাড়া সোনা বেচা যাবে না
  • 10/10

সোনাতে হলমার্কিং হলে জানা যায় যে অলংকার তৈরি করার জন্য ব্যবহার করার জন্য সোনার শুদ্ধতা আন্তর্জাতিক মানবতা অনুসরণ করছে কি না।

Advertisement