scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস! বাজার খুলতেই ১৩০০ পয়েন্ট পড়ল Sensex

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 1/9

সোমবার শেয়ার বাজারে Sensex সূচকে বড়সড় ধস নামল! গত সপ্তাহেও শেয়ার বাজারে পতন অব্যাহত ছিল। সোমবার বাজার খোলার পর থেকেই শেয়ার সূচকের অস্থিরতা লক্ষ্য করা গিয়েছে।

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 2/9

করোনা সংক্রমণের ক্রমেই বেড়ে চলেছে দেশজুড়ে। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতির উপরেও। পরিস্থিতি সামাল দিতে ফের একবার লকডাউনের কথা ভাবছে মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্য। সেই আতঙ্কের ধাক্কায় এবার নিম্নমুখী শেয়ার বাজারের সূচক।

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 3/9

সোমবার বাজার খোলার পরই ১৩০০ পয়েন্ট পতন হয় Sensex সূচকের। এ দিন Nifty নেমে গিয়েছে ১৪,৪৫০ পয়েন্টের নিচে। বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই ১,৩৬৮ পয়েন্ট পতন হয় Sensex-এ।

Advertisement
Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 4/9

সোমবার বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) ১,৩৬৮ পয়েন্ট পতনের জেরে Sensex গিয়ে দাঁড়ায় ৪৮,২২৩ পয়েন্টে। অর্থাৎ, ২.৭৬ শতাংশ পতন হয় Sensex-এর।

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 5/9

সোমবার Sensex-এর পাশাপাশি পড়েছে Nifty-র সূচকও। ৪০৫ পয়েন্ট পতন হয় Nifty-তে। অর্থাৎ, Nifty-র পতন হয় ২.৭৩ শতাংশ।

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 6/9

বিগত কয়েক দিনে শেয়ার বাজারে ক্রমাগত ধাক্কা খাচ্ছে দেশীয় সংস্থাগুলি। সোমবার বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) ফের ধাক্কা খায় Sensex, Nifty।

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 7/9

সোমবার Sensex-এর পতনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্টগুলির মধ্যে অন্যতম হল বাজাজ ফাইন্যান্স, বাজাজ অটো, ইন্দাসইন্দ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক। এই শেয়ারগুলির দাম গড়ে প্রায় ৭ শতাংশ কমেছে।

Advertisement
Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 8/9

২০২১-২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ১০ শতাংশ থেকে ১২ শতাংশে পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞ মহলের অনুমান। তবে তা সত্ত্বেও করোনার কারণে শেষমেষ দেশের আর্থিক বৃদ্ধির হার কোথায় গিয়ে পৌঁছবে, তা সুনির্দিষ্টভাবে অনুমান করা শক্ত।

Sensex Crash Today: শেয়ার বাজারে বড়সড় ধস!
  • 9/9

১ এপ্রিল Sensex ৫২১ পয়েন্ট বেড়ে ফের ৫০ হাজার পার করলেও পরের দিনই পতন হয় ৮৭১ পয়েন্টের। তার পরের কয়েকদিন শেয়ার বাজারের চরম অস্থিরতা পেরিয়ে গত সপ্তাহের শেষে Sensex সূচক বন্ধ হয়েছিল ৪৯,৫৯১ পয়েন্টে। নতুন সপ্তাহের শুরুতেও শেয়ার বাজারের ধস অব্যহত।

Advertisement