সোমবার সারাদিন উর্ধ্বমুখী ছিল শেয়ার দর। দীপাবলির আগে তাই হাসি ফুটল বিনিয়োগকারীদের মুখে। এ দিন সকাল থেকেই যার ইঙ্গিত মিলেছিল।
এ দিন শেয়ার বাজারে লেনদেন চালু হতেই Sensex এক ধাক্কায় ৬৫০ পয়েন্ট বেড়ে যায়। ফলে Sensex-এর উর্ধ্বমুখী সূচক ৪২,৫৫৬ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এটা Sensex-এর পক্ষে সর্বকালীন রেকর্ড।
এ দিন Sensex-এর পাশাপাশি Nifty শেয়ার দরে বৃদ্ধির মুখ দেখেছে। সোমবার ১২,৪০০ পয়েন্টের গণ্ডি পেরিয়েছে Nifty। দীপাবলি ও দিওয়ালির আগে এই উর্ধ্বমুখী শেয়ার দর হাসি ফুটিয়েছে বিনিয়োগকারীদের মুখে।
সোমবার শেয়ার বাজারে চালু হওয়ার পর থেকেই Sensex-এর সূচক উর্ধ্বমুখী উড়ান শুরু হয়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও ১৩৫ পয়েন্ট বাড়ে Nifty।