Advertisement
ইউটিলিটি

ITR ফাইলের ডেডলাইন থেকে ক্রেডিট কার্ড, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাবে কোন কোন নিয়ম?

September 1 Rule Change
  • 1/11

আয়কর জমা করার ডেডলাইন হোক কিংবা ইউনিফায়েড পেনশন স্কিমে আবেদন, অথবা রুপোর হলমার্ক যুক্ত গয়নার দাম, নানাবিধ ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে আগামী ১ জানুয়ারি থেকে। কোন কোন বিষয় রয়েছে এই তালিকায়?

September 1 Rule Change
  • 2/11

ITR ডেডলাইন
আয়কর বিভাগ ITR ফাইল জমা করার ডেডলাইন বাড়িয়ে ধার্য করেছে ১৫ সেপ্টেম্বর। প্রথমে এই ডেডলাইন ছিল গত ৩১ জুলাই পর্যন্ত। তারপর আয়কর জমা করার সুবিধার্থে এই দিন বাড়িয়ে দেওয়া হয়। ১৫ সেপ্টেম্বরের আগে ITR ফাইল না করলে নোটিশ আসতে পারে আপনার নামে। 

September 1 Rule Change
  • 3/11

ইউনিফায়েড পেনশন স্কিম
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর। এর আগে ডেডলাইন ছিল ৩০ জুন। আসলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যাশনাল পেনশন স্কিম থেকে ইউনিফায়েড পেনশন সিস্টেমে যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ভাবনার সময় দেওয়া হচ্ছে। 

Advertisement
September 1 Rule Change
  • 4/11

গত ২০ জুলাই পর্যন্ত মোট ৩১ হাজার ৫৫৫ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিফায়েড পেনশন স্কিমে নথিভুক্ত করিয়েছেন। লোকসভায় লিখিত ভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ৭ হাজার ২৫৩ জনের ক্লেইম গ্রহণ করা হয়েছে। যার মধ্যে ৪ হাজার ৯৭৮ টি ক্লেইম প্রসেসে রয়েছে ইউনিফায়েড পেনশন স্কিমের আওতায়। 

September 1 Rule Change
  • 5/11

রুপোর হলমার্ক
১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের দু'রকমের অপশন দেওয়া হবে। হলমার্ক যুক্ত রুপো কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। রুপোর গয়নাতেও এবার থেকে হলমার্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। 
 

September 1 Rule Change
  • 6/11

SBI ক্রেডিট কার্ডের নিয়ম
স্টেট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন করেছে। ১ সেপ্টেম্বর থেকে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম, মার্চেন্ট এবং সরকারি লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট মিলবে না। লাইফস্টাইল অফ হোম SBI কার্ড, লাইফস্টাইল হোম সেন্টার SBI কার্ড SELECT, লাউফস্টাইল হোম সেন্টার SBI কার্ড PRIME-এর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। 
 

September 1 Rule Change
  • 7/11

SBI-এর প্রত্যেক কার্ড প্রোটেকশন প্ল্যান হোল্ডাররা এই কার্ড অটোমেটিক্যালি আপডেটেড হয়ে যাবেন। ক্ল্যাসিক, প্রিমিয়াম এবং প্ল্যাটিনাম কার্ড হোল্ডারদের জন্য রিনিউয়ার চার্জ লাগবে যথাক্রমে ৯৯৯, ১৪৯৯ এবং ১৯৯৯ টাকা। 
 

Advertisement
September 1 Rule Change
  • 8/11

FD রেট
ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং IDBI ব্যাঙ্ক বিশেষ FD প্ল্যান অফার করছে গ্রাহকদের। ইন্ডিয়ান ব্যাঙ্কের ৪৪৪ এবং ৫৫৫ দিনের FD-র মেয়াদ সম্পূর্ণ হবে ৩০ সেপ্টেম্বর। IDBI ব্যাঙ্কের স্পেশাল FD প্ল্যান ৪৪৪ এবং ৫৫৫ সম্পূর্ণ হবে ৩০ সেপ্টেম্বর। 

September 1 Rule Change
  • 9/11

ভারতীয় ডাকের নিয়মে পরিবর্তন
ডাক বিভাগ (DOP) ১ সেপ্টেম্বর থেকে দেশীয় ডাক পরিষেবাকে স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে সংযুক্ত করতে চলেছে। ফলে এবার থেকে সাধারণ ডাক নয়, কেবল স্পিড পোস্টের মাধ্যমেই যে কোনও বস্তু পাঠানো যাবে। তাই যদি ১ সেপ্টেম্বর থেকে দেশের অভ্যন্তরে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কোনও রেজিস্ট্রেড  ডাক পাঠান, তাহলে তা হবে স্পিড পোস্ট ডেলিভারি।

September 1 Rule Change
  • 10/11

CNG-PNG  এবং জেট ফুয়েল
এলপিজির পাশাপাশি, তেল কোম্পানিগুলি CNG, PNG এবং জেট ফুয়েলের (AFT) দামও প্রতি মাসে পরিবর্তন করে। সেপ্টেম্বর মাস থেকে তাদের দামও পরিবর্তিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
 

September 1 Rule Change
  • 11/11


LPG সিলিন্ডারের দাম
সেপ্টেম্বরের ১ তারিখে LPG  সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে। গত বেশ কয়েক মাস ধরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হচ্ছে। গত মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম পরিবর্তন হয়েছে। অগাস্ট মাসে, বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমানো হয়েছিল। দিল্লিতে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম ১৬৩১.৫০ টাকা দাঁড়ায়। দিল্লিতে  রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা, যা ৮ এপ্রিল ২০২৫ থেকে পরিবর্তিত হয়নি। কলকাতায়  ১৪.২ কেজি ওজনের LPG সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা। 

Advertisement