Advertisement
ইউটিলিটি

উৎসবের মরসুমে বাজারে TVS-এর নতুন স্কুটি, আজ থেকেই বুকিং; দাম কত?

ইলেক্ট্রিক বাইক প্রথমে বাজারে এনেছিল ওলা। এবার তাদের টেক্কা দিতে নতুন স্কুটি বাজারে আনল টিভিএসও। ফলে স্বাভাবিকভাবেই কোন ইলেক্ট্রিক স্কুটি কেনা লাভজনক সেটাই এখন বড় প্রশ্ন গ্রাহকদের মধ্যে।
  • 1/10

ইলেক্ট্রিক বাইক প্রথমে বাজারে এনেছিল ওলা। এবার তাদের টেক্কা দিতে নতুন স্কুটি বাজারে আনল টিভিএসও। ফলে স্বাভাবিকভাবেই কোন ইলেক্ট্রিক স্কুটি কেনা লাভজনক সেটাই এখন বড় প্রশ্ন গ্রাহকদের মধ্যে।

আজ থেকেই শুরু হয়ে গেল অ্যাডভান্স বুকিং। জনপ্রিয় TVS iQube-এর তুলনায় এটি হবে তুলনামূলকভাবে সাশ্রয়ী ও ইনট্রি-লেভেল মডেল। ফলে দামটাও কম।
  • 2/10

আজ থেকেই শুরু হয়ে গেল অ্যাডভান্স বুকিং। জনপ্রিয় TVS iQube-এর তুলনায় এটি হবে তুলনামূলকভাবে সাশ্রয়ী ও ইনট্রি-লেভেল মডেল। ফলে দামটাও কম।

আকর্ষণীয় দামে উৎসবের আগে লঞ্চ হল টিভিএস-এর নতুন স্কুটি। টিভিএস অরবিটরের দাম এক্স শোরুম দাম ৯৫০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে। ফলে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, Ola S1 X, Vida VX2 এবং Bajaj Chetak-এর মতো বাইকগুলি।
  • 3/10

আকর্ষণীয় দামে উৎসবের আগে লঞ্চ হল টিভিএস-এর নতুন স্কুটি। টিভিএস অরবিটরের দাম এক্স শোরুম দাম ৯৫০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে। ফলে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, Ola S1 X, Vida VX2 এবং Bajaj Chetak-এর মতো বাইকগুলি।

Advertisement
3.1 kWh ব্যাটারি রয়েছে টিভিএস-এর এই বাইক। একবার পুরো চার্জে ১৫৮ কিলোমিটার যেতে পারবে।
  • 4/10

3.1 kWh ব্যাটারি রয়েছে টিভিএস-এর এই বাইক। একবার পুরো চার্জে ১৫৮ কিলোমিটার যেতে পারবে।

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ক্রুজ কন্ট্রোল মোড, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি লাইটিং সেটআপ, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, বেসিক রাইড মোডস তবে খরচ কম করতে ব্লুটুথ কানেক্টিভিটি বা স্মার্ট স্ক্রিনের মতো উন্নত প্রযুক্তি বাদ পড়েছে।
  • 5/10

অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ক্রুজ কন্ট্রোল মোড, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, এলইডি লাইটিং সেটআপ, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, বেসিক রাইড মোডস তবে খরচ কম করতে ব্লুটুথ কানেক্টিভিটি বা স্মার্ট স্ক্রিনের মতো উন্নত প্রযুক্তি বাদ পড়েছে।

Ola S1 X, Vida VX2 এবং Bajaj Chetak-এর সঙ্গে প্রতিজগিতা হবে টিভিএস-এর এই স্কুটির। উৎসবের মরসুমে বাজার ধরার কৌশল হিসেবেই এই বাইক লঞ্চ করা হয়েছে।
  • 6/10

Ola S1 X, Vida VX2 এবং Bajaj Chetak-এর সঙ্গে প্রতিজগিতা হবে টিভিএস-এর এই স্কুটির। উৎসবের মরসুমে বাজার ধরার কৌশল হিসেবেই এই বাইক লঞ্চ করা হয়েছে।

তবে এখনই এটা বলে দেওয়া যায়, এই স্কুটি বাজারে বিপ্লব আনতে পারে। কম খরচে ভাল ফিচার সহ বাইক চাইলে এটা দারুণ একটা বিকল্প হতে পারে।
  • 7/10

তবে এখনই এটা বলে দেওয়া যায়, এই স্কুটি বাজারে বিপ্লব আনতে পারে। কম খরচে ভাল ফিচার সহ বাইক চাইলে এটা দারুণ একটা বিকল্প হতে পারে।

Advertisement
ডিজাইনের দিক থেকে অরবিটার হবে সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য, তবে আধুনিকতাও বজায় থাকবে। সামনের দিকে স্প্লিট ডিম্বাকৃতির LED হেডল্যাম্প, বড় উইন্ডস্ক্রিন, মসৃণ বডি লাইন এবং আরামদায়ক সিট রয়েছে।
  • 8/10

ডিজাইনের দিক থেকে অরবিটার হবে সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য, তবে আধুনিকতাও বজায় থাকবে। সামনের দিকে স্প্লিট ডিম্বাকৃতির LED হেডল্যাম্প, বড় উইন্ডস্ক্রিন, মসৃণ বডি লাইন এবং আরামদায়ক সিট রয়েছে।

সব মিলিয়ে শহুরে যাত্রীদের জন্য এটা দারুণ এক মডেল হতে চলেছে। TVS Jupiter 110-এর মতো দেখতে হয়েছে এই মডেলটি। জানা গিয়েছে, এর ডিজাইন ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় পেটেন্ট করিয়ে নিয়েছে টিভিএস।
  • 9/10

সব মিলিয়ে শহুরে যাত্রীদের জন্য এটা দারুণ এক মডেল হতে চলেছে। TVS Jupiter 110-এর মতো দেখতে হয়েছে এই মডেলটি। জানা গিয়েছে, এর ডিজাইন ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় পেটেন্ট করিয়ে নিয়েছে টিভিএস।

টিভিএস মোটর কোম্পানির ইন্ডিয়া 2W বিজনেসের সভাপতি গৌরব গুপ্তা বলেন
  • 10/10

টিভিএস মোটর কোম্পানির ইন্ডিয়া 2W বিজনেসের সভাপতি গৌরব গুপ্তা বলেন, 'টিভিএস অরবিটারের মাধ্যমে, আমরা আমাদের ইভি ইকোসিস্টেম সম্প্রসারণ করছি এবং ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজার ত্বরান্বিত করছি। আমরা আমাদের বিশ্বব্যাপী এর উপস্থিতি জোরদার করতে এবং একটি পরিষ্কার, টেকসই এবং স্মার্ট সমাধান দিচ্ছি। যা ভবিষ্যতে অবদান রাখবে।'

Advertisement