Bank Holidays in December: ২০২১ সাল শেষ হতে চলল। আর একমাসের বেশি সময় রয়েছে। তারপর শেষ হয়ে যাবে ইংরেজি একটি বছর। শুরু হবে নতুন বছর। মানুষ যেন নয়া উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন কাজে। ইংরেজি বছরের শেষ মাস মানে ডিসম্বরে বেশ কয়েকদিন ব্য়াঙ্কে ছুটি থাকবে। সেই তালিকা আগে থেকে জানা থাকলে অনেক সুবিধা হয়। সেই হিসেবে কাজ গুছিয়ে রাখা যায়।
আরও পড়ুন: Talking Duck : কথা বলছে হাঁস! সন্ধান পেলেন ডাচ বিজ্ঞানী
কোন দিন ছুটি তা জানা থাকলে আগে থেকে ব্যাঙ্কের কাজ সেরে ফেলা যায়। আর না জানা থাকলে ব্য়াঙ্কে গিয়েও ফিরে আসতে হতে হবে খালি হাতে।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার মেনুতে 'হালাল মাংস' নিয়ে বিতর্ক, কী জিনিস সেটা?
আগামী মাসে মোট ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। তার মধ্যে সাপ্তাহিক ছুটি ধরা রয়েছে। রবিবার ব্য়াঙ্কে ছুটি। এর পাশাপাশি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে।
সবার আগে ছুটি ৩ ডিসেম্বর। সেটা পানাজি জোনের জন্য। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার পর্ব উপলক্ষে সেখানে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। সেখানে কোনও কাজ হবে না।
এর পরের ছুটি ১৮ ডিসেম্বর। শিমলা জোনে ছুটি থাকবে। কারণ ইউ সোসো থামের জন্মজয়ন্তী।
আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে
তারপর ২৪ ডিসম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে। আইজল এবং শিলংয়ে ক্রিসমাস ফেস্টিভ্যাল বা ক্রিসমাস ইভ উলপক্ষে ছুটি থাকবে।
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে দেশের সব জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৭ ডিসেম্বর আইজল জোনে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩০ ডিসেম্বর কো ইউ কিয়াং নাঙ্গবাহর প্রয়াণ দিবস। তাই সেদিন ছুটি থাকবে। ৩১ ডিসেম্বর আইজল জোনে নিউ ইয়ার ইভ উপলক্ষ্যে ছুটি থাকবে।
এর পাশাপাশি ৫, ১২, ১৯ এবং ২৬ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ সেগুলি রবিবার পড়েছে। সারা দেশে ওই দিনগুলিতে ব্য়াঙ্ক বন্ধ থাকবে। এর পাশাপাশি ১১ এবং ২৫ ডিসেম্বর মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। ফলে সেদিনগুলিও বন্ধ থাকবে।