Digha Hotel Booking: পুজোয় দিঘায় কাটাবেন ভাবছেন? কিন্তু যদি ভাবেন দিঘায় পৌঁছে পছন্দ মতো হোটেল খুঁজে নেবেন, তাহলে বিপদে পড়তে হতে পারে। কারণ, নতুন-পুরনো মিলিয়ে সমুদ্র-শহরের অধিকাংশ হোটেলই ইতিমধ্যে বুক হয়ে গিয়েছে।
ওল্ড দিঘায় যাঁরা একটু নিরিবিলিতে কাটাবেন ভাবছেন, তাঁদের এখনই ঘর বুকিংয়ের তোড়জোড় শুরু করে দিতে হবে। কারণ, সেখানেও অধিকাংশ হোটেলের প্রায় ৭০ শতাংশ ঘর লক্ষ্মীপুজো পর্যন্ত বুক হয়ে গিয়েছে।
পুজোর সময়টার জন্য নিউ দিঘায় এখনও বেশ কিছু জায়গায় হোটেল ফাঁকা থাকলেও তা কতদিন খালি থাকবে, সেটা বলা মুসকিল! এমনটাই অন্তত জানিয়েছেন সেখানকার হোটেল মালিকরা।
পুজোর আগে এখন দিঘার বেশ কিছু হোটেলেই সংস্কারের কাজ চলছে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পর্যটকদের জন্য ঘর সাজিয়ে তৈরি হয়ে নিচ্ছে হোটেলগুলি। তবে পাশাপাশি দুর্গাপুজোর সপ্তাহের বুকিং নেওয়ার কাজও চলছে।
নতুন-পুরনো মিলিয়ে দিঘার অধিকাংশ হোটেলের প্রায় ৬০-৭০ শতাংশ ঘর ৭ অক্টোবর পর্যন্ত বুক হয়ে গিয়েছে। ৮ তারিখ থেকে সমুদ্র সৈকতের কাছের পছন্দের হোটেলে ঘর পেতে চান, তাহলে এখন থেকেই বুকিংয়ের চেষ্টা শুরু করে দিতে হবে।
দিঘার অধিকাংশ হোটেলেই এখন অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন অ্যাপ থেকেও ঘর বুক করা যায়। অধিকাংশ হোটেলই তাদের ৫০-৬০ শতাংশ ঘর অনলাইন বুকিংয়ের জন্য ধরে রাখে। বাকিটা ফোনে বা সরাসরি পাওয়া যায়। তবে উৎসবের মরসুমে দিঘায় পৌঁছে সরাসরি হোটেলের ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম।
গত বছর হাওড়া-দিঘা স্পেশাল ট্রেন আর লোকাল ট্রেনের পরিষেবা ফের চালু হওয়ার পর থেকেই দিঘায় পর্যটকের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এখন সপ্তাহান্তে দিঘায় বেশ পর্যটকদের ভিড় অনেকটাই বেশি।