বিগত এক বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারির জেরে বদলে গিয়েছে অনেক কিছুই। দেশের অধিকাংশ সরকারি, বেসরকারি দফতরে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম। সংক্রমণ এড়াতে দেশের অনেক সেক্টরের কর্মীরা এখনও বাড়ি থেকেই অফিসের কাজ করছেন।
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসেছে। বেড়েছে ডিজিটাল লেনদেন, ডিজিটাল কেনাকাটা। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের বিভিন্ন ক্ষেত্রেই একাধিক পরিবর্তন এসেছে। একই ভাবে Driving Licence পাওয়ার জন্যেও হয়তো আর RTO অফিসে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না!
বর্তমানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের নিয়ম অনুযায়ী, Driving License পেতে হলে RTO অফিসে ড্রাইভিং পরীক্ষা দিতে হয়। এই ড্রাইভিং পরীক্ষায় ব্যর্থ হলে কোনও ভাবেই Driving License পাওয়া যায় না। উল্টে আবেদনের ফর্মও বাতিল হয়ে যায়।
Driving License পাওয়ার ক্ষেত্রে এই জটিলতা কাটাতে একটি বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষের কাছে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। এর জন্য মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে যে কেউ নিজস্ব মতামত দিতে পারেন।
Ministry has issued draft notification vide GSR 57(E) dated 29 Jan 2021 regarding accredited driver training center. In order to impart quality driver training to the citizens.
— MORTHINDIA (@MORTHIndia) February 5, 2021
Read More: https://t.co/7lBlXveD6B
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী দিনে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রকে স্বীকৃতি দিতে চায় কেন্দ্র। যাঁরা ওই সমস্ত ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলিতে ড্রাইভিং শিখবেন, তাঁদের Driving License পেতে হলে RTO অফিসে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে না। তাঁরা Driving License পাবেন ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকেই।
এই প্রস্তাবের পক্ষে জনসাধারণের থেকে সদর্থক পরামর্শ পেলে এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে সরকার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলির জন্য কিছু নিয়ম তৈরি করবে।