scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন! একইসঙ্গে পান ২.৫% নিশ্চিত রিটার্ন!

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 1/8

প্রায় গোটা মে মাস জুড়েই সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কিন্তু এরই মধ্যে বাজার দরের তুলনায় অনেকটাই সস্তায় সোনা কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। কারণ, সোমবার, ২৪ মে থেকে দ্বিতীয় কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পের সাবস্ক্রিপশনের জন্য খুলে গিয়েছে।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 2/8

বাজার দরের তুলনায় অনেকটাই সস্তায় সোনা কেনার আজই শেষ সুযোগ রয়েছে আপনার কাছে। কারণ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে সাবস্ক্রাইব করার আজই শেষ দিন।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 3/8

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্প ২০১৫ সালে শুরু হয়েছিল। এই প্রকল্পে কমপক্ষে এক গ্রাম সোনা কেনা যায়। বিনিয়োগকারীরা এটি অনলাইনে বা নগদে কিনতে পারেন। এর পরিবর্তে সমান মূল্যের একটি সার্বভৌম সোনার বন্ড তাঁদেরকে দেওয়া হয়।

Advertisement
Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 4/8

দ্বিতীয় কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনায় ৫০০ টাকা কমে কেনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। সার্বভৌম স্বর্ণের বন্ডগুলি এই মে মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট ছয়টি কিস্তিতে জারি করা হবে।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 5/8

দ্বিতীয় কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৮,৪২০ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ, ১ গ্রাম সোমার দাম পড়ছে ৪,৮৪২ টাকা।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 6/8

অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের দাম আরও কম। প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৪,৭৯২ টাকা।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 7/8

এই প্রকল্পের আওতায় ১ গ্রাম থেকে ৪ কেজি পর্যন্ত স্বর্ণ বন্ড সোনার বাজার দরের তুলনায় কম দামে কেনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। সস্তায় সোনা কেনার পাশাপাশি এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে মিলবে ২.৫ শতাংশের নিশ্চিত রিটার্ন!

Advertisement
Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!
  • 8/8

এই স্বর্ণ বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘর যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে স্বর্ণ বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এর জন্য বিনিয়োগকারীর PAN থাকা বাধ্যতামূলক। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ। 

Advertisement