scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়

Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়
  • 1/7

গত পড়শু দিন ওডিশার (Odisha) বালেশ্বরের ধামড়াতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ওডিশার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলারও।

Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়
  • 2/7

এই রাজ্যের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরে ধ্বংসলীলা চালিয়েছে ইয়াস। পাশাপাশি নদী বাঁধ ভেঙে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল।

Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়
  • 3/7

তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালিয়েছে সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ দল। চলছে ত্রাণ বিতরণের কাজও। ইয়াস (Cyclone Yaas) পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত।

Advertisement
Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়
  • 4/7

শুক্রবারও সেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মূলত মেঘলাই থাকবে।

Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়
  • 5/7

হাওয়া অফিস জানাচ্ছে, এ দিকে ঘূর্ণিঝড় ইয়াস এখন দুর্বল হয়ে এখন ভারি নিম্নচাপে পরিনত হয়েছে। বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন বিস্তির্ণ অঞ্চল জুড়ে নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়
  • 6/7

এমনিতে কেরলের উপরে বর্ষার আগমনের স্বাভাবিক সময় ১ জুন। এটি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাসের বৃষ্টিপাতের বর্ষার সূচনা করে। কিন্তু IMD সূত্রে খবর, এ বছর কেরলে বর্ষা ঢুকছে তার আগেই।

Monsoon Update: কেরলে বর্ষা ঢুকছে ৩১ মে, নির্ধারিত সময়ের আগেই কড়া নাড়বে বাংলায়
  • 7/7

হাওয়া অফিস জানাচ্ছে, এ বছর কেরলে বর্ষা ঢুকছে নির্ধারিত সময়ের আগে ৩১ মে। পাশাপাশি বঙ্গপোসাগরে উপরেও ধীরে ধীরে এগোবে মৌসুমি বায়ু। নিম্নচাপের প্রভাবে তার আগে থেকেই বৃষ্টি শুরু হচ্ছে বাংলায়।

Advertisement