scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 1/9

প্রায় গোটা মে মাস জুড়েই সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কিন্তু এরই মধ্যে বাজার দরের তুলনায় অনেকটাই সস্তায় সোনা কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। কারণ, সোমবার, ৩১ মে থেকে তৃতীয় কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পের সাবস্ক্রিপশনের জন্য খুলে গিয়েছে।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 2/9

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে আগামী ৪ জুন, ২০২১ পর্যন্ত সাবস্ক্রাইব করা যাবে।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 3/9

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্প ২০১৫ সালে শুরু হয়েছিল। এই প্রকল্পে কমপক্ষে এক গ্রাম সোনা কেনা যায়। বিনিয়োগকারীরা এটি অনলাইনে বা নগদে কিনতে পারেন। এর পরিবর্তে সমান মূল্যের একটি সার্বভৌম সোনার বন্ড তাঁদেরকে দেওয়া হয়।

Advertisement
Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 4/9

তৃতীয় কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনায় প্রায় ৫০০ টাকা কমে কেনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। সার্বভৌম স্বর্ণের বন্ডগুলি এই মে মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট ছয়টি কিস্তিতে জারি করা হবে।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 5/9

তৃতীয় কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৮,৮৯০ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ, ১ গ্রাম সোমার দাম পড়ছে ৪,৮৮৯ টাকা।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 6/9

অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের দাম আরও কম। প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৪,৮৩৯ টাকা।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 7/9

এই প্রকল্পের আওতায় ১ গ্রাম থেকে ৪ কেজি পর্যন্ত সোনার বন্ড বাজার দরের তুলনায় কম দামে কেনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। সস্তায় সোনা কেনার পাশাপাশি এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে মিলবে ২.৫ শতাংশের নিশ্চিত রিটার্ন!

Advertisement
Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 8/9

ম্যাচিউরিটিতে সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) করমুক্ত হয়ে থাকে। এই বিনিয়োগে ডিফল্ট হওয়ার ঝুঁকি কম। তাছাড়া এই বিনিয়োগে ঋণের সুবিধাও পাওয়া যায়।

Sovereign Gold Bond: সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে RBI, বিনিয়োগে মিলবে কর ছাড়ের সুবিধাও!
  • 9/9

এই স্বর্ণ বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘর যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে স্বর্ণ বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এর জন্য বিনিয়োগকারীর PAN থাকা বাধ্যতামূলক। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ।

Advertisement